অভিনয় করেছিলেন ৮ জন নামীদামি তারকা; বক্স অফিসে মুখ থুবড়ে পড়লেও কালজয়ীর তকমা লাভ করেছিল প্রায় ৪৪ বছরের পুরনো এই ছবিটি

Last Updated:
Cult Classic Film Of 1980: সুনীল দত্ত, অমিতাভ বচ্চন, শশী কাপুর, শত্রুঘ্ন সিনহা, রাখি গুলজার, পরভিন বাবি, বিন্দিয়া গোস্বামী এবং জনি ওয়াকারকে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গিয়েছিল।
1/7
ভারতীয় চলচ্চিত্রের দুনিয়ায় আজও সবচেয়ে বড় ছবিগুলির মধ্যে গণ্য হয় জনপ্রিয় পরিচালক রমেশ সিপ্পি পরিচালিত ‘শোলে’। এই ছবি মুক্তির পর তা বক্স অফিসের সমস্ত রেকর্ড ভেঙে চুরমার করে দিয়েছিল। আর কালজয়ী হয়ে গিয়েছিল জয়-বীরু তথা অমিতাভ বচ্চন এবং ধর্মেন্দ্রর জুটিও। আসলে জয়-বীরুর অটুট বন্ধুত্ব ভক্তদেরও মুগ্ধ করেছিল।
ভারতীয় চলচ্চিত্রের দুনিয়ায় আজও সবচেয়ে বড় ছবিগুলির মধ্যে গণ্য হয় জনপ্রিয় পরিচালক রমেশ সিপ্পি পরিচালিত ‘শোলে’। এই ছবি মুক্তির পর তা বক্স অফিসের সমস্ত রেকর্ড ভেঙে চুরমার করে দিয়েছিল। আর কালজয়ী হয়ে গিয়েছিল জয়-বীরু তথা অমিতাভ বচ্চন এবং ধর্মেন্দ্রর জুটিও। আসলে জয়-বীরুর অটুট বন্ধুত্ব ভক্তদেরও মুগ্ধ করেছিল।
advertisement
2/7
তবে এই ‘শোলে’ ছবির পর রমেশ সিপ্পি আরও একটি ছবি বানিয়েছিলেন, যেখানে অভিনয় করেছিলেন একাধিক তারকা। যদিও সেই ছবিটি কিন্তু বক্স অফিসে ভাল ফল করতে পারেনি। তবে তা কালজয়ী ক্লাসিকের তকমা লাভ করেছিল।
তবে এই ‘শোলে’ ছবির পর রমেশ সিপ্পি আরও একটি ছবি বানিয়েছিলেন, যেখানে অভিনয় করেছিলেন একাধিক তারকা। যদিও সেই ছবিটি কিন্তু বক্স অফিসে ভাল ফল করতে পারেনি। তবে তা কালজয়ী ক্লাসিকের তকমা লাভ করেছিল।
advertisement
3/7
আর সেই ছবিটির নাম ‘শান’। ১৯৮০ সালে মুক্তিপ্রাপ্ত ছবিটিতে অভিনয় করেছিলেন সেই সময়কার ৮ জন বড় মাপের তারকা। সুনীল দত্ত, অমিতাভ বচ্চন, শশী কাপুর, শত্রুঘ্ন সিনহা, রাখি গুলজার, পরভিন বাবি, বিন্দিয়া গোস্বামী এবং জনি ওয়াকারকে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গিয়েছিল। তবে ‘শান’ ছবিতে বিশেষ ভাবে নজর কেড়েছিলেন কুলভূষণ খারবান্দা। যিনি ভয়ঙ্কর খলনায়ক শাকালের ভূমিকায় অভিনয় করেছিলেন। আর কুলভূষণ অভিনীত শাকাল চরিত্রটি আজও ভক্তদের মনে তাজা রয়েছে।
আর সেই ছবিটির নাম ‘শান’। ১৯৮০ সালে মুক্তিপ্রাপ্ত ছবিটিতে অভিনয় করেছিলেন সেই সময়কার ৮ জন বড় মাপের তারকা। সুনীল দত্ত, অমিতাভ বচ্চন, শশী কাপুর, শত্রুঘ্ন সিনহা, রাখি গুলজার, পরভিন বাবি, বিন্দিয়া গোস্বামী এবং জনি ওয়াকারকে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গিয়েছিল। তবে ‘শান’ ছবিতে বিশেষ ভাবে নজর কেড়েছিলেন কুলভূষণ খারবান্দা। যিনি ভয়ঙ্কর খলনায়ক শাকালের ভূমিকায় অভিনয় করেছিলেন। আর কুলভূষণ অভিনীত শাকাল চরিত্রটি আজও ভক্তদের মনে তাজা রয়েছে।
advertisement
4/7
প্রতিবেদন অনুযায়ী, ওই সময়ে সবথেকে ব্যয়বহুল ছবি ছিল ‘শান’। প্রায় ৬ কোটি টাকা বাজেটে তৈরি হয়েছিল ছবিটি। আর শুনলে হয়তো অবাক হবেন যে, এই পরিমাণ বাজেট কিন্তু ‘শোলে’-র থেকেও দ্বিগুণ ছিল। এরপর প্রায় তিন বছর ধরে সবথেকে বড় বাজেটের ছবির তকমা ধরে রেখেছিল ‘শান’। এরপরে অবশ্য সেই তকমা ছিনিয়ে নেয় কমল আমরোহির ‘রাজিয়া সুলতান’। ওই ছবিটি তৈরি হয়েছিল ৭ কোটি টাকায়। যদিও এত বাজেটে তৈরি হলেও ‘শান’ ছবিটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে।
প্রতিবেদন অনুযায়ী, ওই সময়ে সবথেকে ব্যয়বহুল ছবি ছিল ‘শান’। প্রায় ৬ কোটি টাকা বাজেটে তৈরি হয়েছিল ছবিটি। আর শুনলে হয়তো অবাক হবেন যে, এই পরিমাণ বাজেট কিন্তু ‘শোলে’-র থেকেও দ্বিগুণ ছিল। এরপর প্রায় তিন বছর ধরে সবথেকে বড় বাজেটের ছবির তকমা ধরে রেখেছিল ‘শান’। এরপরে অবশ্য সেই তকমা ছিনিয়ে নেয় কমল আমরোহির ‘রাজিয়া সুলতান’। ওই ছবিটি তৈরি হয়েছিল ৭ কোটি টাকায়। যদিও এত বাজেটে তৈরি হলেও ‘শান’ ছবিটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে।
advertisement
5/7
তবে শোনা যায় যে, বক্স অফিসে ছবিটি প্রথম দিকে ভাল ভাবেই ব্যবসা শুরু করেছিল, কিন্তু নেতিবাচক রিভিউ এবং কিছু খারাপ কথা প্রতিকূল ভাবে প্রভাব ফেলে ছবির ব্যবসায়।
তবে শোনা যায় যে, বক্স অফিসে ছবিটি প্রথম দিকে ভাল ভাবেই ব্যবসা শুরু করেছিল, কিন্তু নেতিবাচক রিভিউ এবং কিছু খারাপ কথা প্রতিকূল ভাবে প্রভাব ফেলে ছবির ব্যবসায়।
advertisement
6/7
অমিতাভ বচ্চন এবং শশী কাপুর অভিনীত ‘শান’ বক্স অফিসে মুখ থুবড়ে পড়লেও টিভিতে আসার পরে কালজয়ী ক্লাসিকের তকমা লাভ করে। এমনকী বলিউডের উপর গভীর এক প্রভাবও ফেলেছে ‘শান’। Photo: Collected
অমিতাভ বচ্চন এবং শশী কাপুর অভিনীত ‘শান’ বক্স অফিসে মুখ থুবড়ে পড়লেও টিভিতে আসার পরে কালজয়ী ক্লাসিকের তকমা লাভ করে। এমনকী বলিউডের উপর গভীর এক প্রভাবও ফেলেছে ‘শান’। Photo: Collected
advertisement
7/7
এমনকী, হিন্দি ছবির ইতিহাসে সবথেকে ভয়ঙ্কর খলনায়কের তালিকায় স্থান করে নেয় কুলভূষণ খারবান্দা অভিনীত শাকাল চরিত্রটি। আসলে ‘শোলে’ ছবির গব্বর সিংয়ের মতোই জনপ্রিয়তা পেয়েছিল শাকাল। তবে ‘শান’ ছবিটি প্রেক্ষাগৃহে ফের মুক্তি পাওয়ার পরে বাজেটের তুলনায় অনেক বেশি উপার্জন করে। বক্স অফিসে এই ছবির মোট সংগ্রহ ছিল ৮ কোটি টাকা। Photo: Collected
এমনকী, হিন্দি ছবির ইতিহাসে সবথেকে ভয়ঙ্কর খলনায়কের তালিকায় স্থান করে নেয় কুলভূষণ খারবান্দা অভিনীত শাকাল চরিত্রটি। আসলে ‘শোলে’ ছবির গব্বর সিংয়ের মতোই জনপ্রিয়তা পেয়েছিল শাকাল। তবে ‘শান’ ছবিটি প্রেক্ষাগৃহে ফের মুক্তি পাওয়ার পরে বাজেটের তুলনায় অনেক বেশি উপার্জন করে। বক্স অফিসে এই ছবির মোট সংগ্রহ ছিল ৮ কোটি টাকা। Photo: Collected
advertisement
advertisement
advertisement