Lok Sabha election results: আজই দিল্লিতে নায়ডু-নীতীশ! কী করবেন 'ডবল এন', ফলের পর নতুন কোনও নাটক?

Last Updated:

লোকসভা নির্বাচনে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা না পেলেও ম্যাজিক ফিগার পার করেছে এনডিএ৷ কিন্তু নায়ডু এবং নীতীশ কুমার মত বদলালেই সরকার গঠন করতে গিয়ে বিপাকে পড়বে বিজেপি৷

নজরে নায়ডু-নীতীশ৷
নজরে নায়ডু-নীতীশ৷
নয়াদিল্লি: তাঁদের হাতেই এখন কেন্দ্রেরর সরকার গড়ার চাবিকাঠি৷ এনডিএ শরিক হলেও চন্দ্রবাবু নায়ডু এবং নীতীশ কুমারের সঙ্গে কংগ্রেস সহ ইন্ডিয়া জোটের নেতারাও যোগাযোগ রাখছেন বলে খবর৷ এই পরিস্থিতিতে আজ, বুধবার দিল্লি পৌঁছবেন চন্দ্রবাবু নায়ডু এবং নীতীশ কুমার৷ যদিও ভোটের ফল প্রকাশের পর নায়ডু জানিয়ে দিয়েছেন, তিনি এনডিএ-র সঙ্গেই আছেন৷ নীতীশ নিজে কিছু না বললেও তাঁর দল জেডিইউ এন়ডিএকে সমর্থনের কথাই জানিয়েছে৷
লোকসভা নির্বাচনে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা না পেলেও ম্যাজিক ফিগার পার করেছে এনডিএ৷ কিন্তু নায়ডু এবং নীতীশ কুমার মত বদলালেই সরকার গঠন করতে গিয়ে বিপাকে পড়বে বিজেপি৷ এই পরিস্থিতিতে গোটা দেশের নজরই এখন এই দুই নেতার দিকে৷ বিশেষত অতীতে যেভাবে তাঁরা শিবির বদলেছেন, তাতে সরকার গঠনের আগে পরে নতুন কোনও নাটকের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না রাজনৈতিক বিশ্লেষকরা৷
advertisement
advertisement
ভোটের ফল প্রকাশের পর আজ গোটা দেশের নজরই রাজধানী দিল্লিতে৷ আজ কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের পর সম্ভবত ইস্তফা দিতে পারেন নরেন্দ্র মোদি৷ মন্ত্রিসভা ভেঙে দিয়ে নতুন সরকার গঠনের জন্য রাষ্ট্রপতির কাছে দাবি জানাতে পারে বিজেপি৷ আজ বিকেলে দিল্লিতে এনডিএ-এর বৈঠকও হতে পারে৷ তবে সরকার গঠন করতে টিডিপি এবং জেডিইউ-এর সমর্থনের উপরেই নির্ভর করতে হবে বিজেপিকে৷ সূত্রের খবর, সমর্থনের বিনিময়ে দুই দলই বিজেপির কাছে লোকসভার স্পিকার পদের দাবি জানাতে পারে৷
advertisement
অন্যদিকে আজ বিকেলেই দিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠক রয়েছে৷ বিরোধী জোটের পরবর্তী রণকৌশল কী হবে, তা নিয়েই ওই বৈঠকে আলোচনা হওয়ার কথা৷ নায়ডু অথবা নীতীশ কুমারের সঙ্গে তাঁরা যোগাযোগ করছেন কি না, সে বিষয়ে গতকাল কোনও মন্তব্য করতে চাননি রাহুল গান্ধি এবং মল্লিকার্জুন খাড়গে৷ শরিক নেতাদের সঙ্গে আলোচনা করেই সব সিদ্ধান্ত নেওয়া হবে বলে দাবি করেন রাহুল গান্ধি৷ ফলে চন্দ্রবাবু নায়ডু এবং নীতীশ কুমার দিল্লিতে পৌঁছনোর পর তাঁদের গতিবিধির উপরেই চোখ থাকবে গোটা দেশের৷ আপাতত গোটা দেশেই এই দুই নেতাকে ডবল এন বলে সম্বোধন করা হচ্ছে৷
বাংলা খবর/ খবর/নির্বাচন/
Lok Sabha election results: আজই দিল্লিতে নায়ডু-নীতীশ! কী করবেন 'ডবল এন', ফলের পর নতুন কোনও নাটক?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement