Pawan Kalyan: 'পবন নয়, ও ঝড়', প্রশংসায় ভরালেন মোদি! দাদা বিখ্যাত অভিনেতা, কে এই পবন কল্যাণ?

Last Updated:

পবন কল্যাণের আরও একটি পরিচয়, তিনি দক্ষিণী সিনেমার আর এক জনপ্রিয় অভিনেতা নাগার্জুনের ভাই৷

নরেন্দ্র মোদির সঙ্গে জননেতা পার্টির প্রধান পবন কল্যাণ৷
নরেন্দ্র মোদির সঙ্গে জননেতা পার্টির প্রধান পবন কল্যাণ৷
নয়াদিল্লি: লোকসভায় মাত্র দুটি আসন পেয়েছে তাঁর দল৷ তবু নরেন্দ্র মোদির কাছে ভরসার নতুন মুখের নাম পবন কল্যাণ৷ রাখঢাক না করেই এ দিন সংসদের সেন্ট্রাল হলে বক্তৃতা দিতে গিয়ে তা স্পষ্ট করে দিয়েছেন নরেন্দ্র মোদি৷ জন সেনা পার্টির প্রধানকে উদ্দেশ্য করে মোদিকে বলতে শোনা যায়, ‘উনি পবন নয়, ঝড়!’
অন্ধ্রপ্রদেশে বিধানসভা নির্বাচনে এবার টিডিপির সঙ্গে জোট বেঁধে ক্ষমতা দখল করেছে বিজেপি৷ বিজেপি এবং টিডিপির মধ্যে জোট গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন জন সেনা পার্টির প্রধান এবং তেলুগু সিনেমার জনপ্রিয় অভিনেতা পবন কল্যাণ৷ তাঁর আরও একটি পরিচয়, তিনি দক্ষিণী সিনেমার আর এক জনপ্রিয় অভিনেতা নাগার্জুনের ভাই৷ শুধু জোট গঠনে ভূমিকা নেওয়াই নয়, অন্ধ্র বিধানসভা নির্বাচনে ২১টি আসনে লড়াই করে একুশটিতেই জয়ী হয়েছে পবন কল্যাণের জন সেনা পার্টি৷ একই ভাবে লোকসভার দুটি আসনে লড়ে দুটিতেই জয়ী হয়েছে তারা৷ স্বভাবতই এনডিএ-র অন্দরে কদর বেড়েছে এই অভিনেতা রাজনীতিবিদের৷ দক্ষিণে ভারতে নিজেদের পায়ে তলার মাটি শক্ত করতে চাওয়া বিজেপির এবং নরেন্দ্র মোদির কাছে তাই পবন কল্যাণের গুরুত্বও অপরিসীম৷
advertisement
advertisement
বিজেপির কাছে পবন কল্যাণ এখন কতটা গুরুত্বপূর্ণ, তা এ দিন সংদের সেন্ট্রাল হলের ছবিতেও স্পষ্ট হয়ে গিয়েছে৷ সেন্ট্রাল হলের মঞ্চে মোদি সহ বিজেপির শীর্ষ নেতাদের পাশাপাশি চন্দ্রবাবু নাইডু, নীতীশ কুমারদের সঙ্গে দেখা গিয়েছে পবন কল্যাণকেও৷ বক্তব্য রাখার সময় মঞ্চে বসে থাকা পবন কল্যাণের দিকে তাকিয়ে মোদি বলেন, ‘ইনি তো পবন নয়, উনি ঝড়৷’
advertisement
তবে রাজনীতিতে পা দিয়ে অবশ্য সহজে সাফল্য পাননি তেলুগু সিনেমার এই জনপ্রিয় অভিনেতা৷ ২০০৮-এ রাজনীতিতে পা দিয়েছিলেন পবন কল্যাণ৷ তখন তিনি প্রজা রাজ্যম পার্টির যুব সংগঠনের প্রধান হন৷ এর পর শারীরিক কারণে রাজনীতি থেকে অব্যাহতি নেন পবন কল্যাণ৷ ২০১৪ সালে জন সেনা পার্টি গঠন করেন তিনি৷ তবে এই প্রথনবার এত বড় সাফল্য পেল জন সেনা পার্টি৷
advertisement
নরেন্দ্র মোদিকে প্রশংসায় ভরিয়েছেন পবন কল্যাণও৷ এ দিন সংসদের সেন্ট্রাল হলে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, নরেন্দ্র মোদি যতদিন প্রধানমন্ত্রী থাকবেন ভারতকে কারও সামনে মাথা নত করতে হবে না৷
view comments
বাংলা খবর/ খবর/নির্বাচন/
Pawan Kalyan: 'পবন নয়, ও ঝড়', প্রশংসায় ভরালেন মোদি! দাদা বিখ্যাত অভিনেতা, কে এই পবন কল্যাণ?
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement