Election Results 2024: নির্বাচনে ভরাডুবির জের? রাজনীতি থেকে সন্ন্যাস নিলেন নবীনের অঘোষিত উত্তরসূরি পান্ডিয়ান

Last Updated:

Election Results 2024: ওড়িশায় বছর পরে অবসান হয়েছে নবীন যুগের। তার পরেই রাজনীতি থেকে সন্ন্যাস নেওয়ার কথা ঘোষণা করলেন নবীনের অঘোষিত উত্তরসূরি এবং বিজু জনতা দলের কার্যত দু’নম্বর ভিকে পান্ডিয়ান।

নবীন পট্টনায়ক এবং ভিকে পান্ডিয়ান।
নবীন পট্টনায়ক এবং ভিকে পান্ডিয়ান।
ভূবনেশ্বর: ওড়িশায় বছর পরে অবসান হয়েছে নবীন যুগের। শুধু বিধানসভা নয়, লোকসভাতে আরও শোচনীয় ফল করেছে নবীন পট্টনায়কের দল বিজেডি। তার পরেই রাজনীতি থেকে সন্ন্যাস নেওয়ার কথা ঘোষণা করলেন নবীনের অঘোষিত উত্তরসূরি এবং বিজু জনতা দলের কার্যত দু’নম্বর ভিকে পান্ডিয়ান।
আইএএস অফিসার হিসাবে জীবন শুরু করলেও পরবর্তী কালে নবীনের হাত ধরে ওড়িশার রাজনীতিতে উত্থান হয় ভিকে পান্ডিয়ানের। ওড়িশায় আড়াই দশক ধরে শাসন করা বিজু জনতা দলের কার্যত দু’নম্বর হয়ে উঠেছিলেন পান্ডিয়ান, শুধু তাই নয় তিনি ‘নির্বাচন রণনীতি মুখ্য’ পদাধিকারী। রাজনীতি ছেড়ে দেওয়া নিয়ে একটি ভিডিও বার্তায় পান্ডিয়ান বলেন “আমার রাজনীতিতে যোগ দেওয়ার কারণ ছিল শুধুমাত্র নবীনবাবুকে সহযোগিতা করা। এখন আমি ভেবে চিন্তে রাজনীতি থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি”।
advertisement
advertisement
সেই সঙ্গে তাঁর আরও সংযোজন, “আমি দুঃখিত আমার এই কর্মজীবনে যদি কাউকে আঘাত করে থাকি”। পাশাপাশি তিনি বিজু জনতা দলের নেতা এবং কর্মীদের থেকে ক্ষমা চেয়ে নেন নির্বাচনে ভরাডুবির জন্য।
বিধানসভা এবং লোকসভায় শোচনীয় পরাজয়ের পরে বিভিন্ন মহলে সমালোচিত হচ্ছিলেন পান্ডিয়ান। যদিও তার পরেও পান্ডিয়ানের পাশেই দাঁড়িয়েছিলেন নবীন পট্টনায়ক।
view comments
বাংলা খবর/ খবর/নির্বাচন/
Election Results 2024: নির্বাচনে ভরাডুবির জের? রাজনীতি থেকে সন্ন্যাস নিলেন নবীনের অঘোষিত উত্তরসূরি পান্ডিয়ান
Next Article
advertisement
সংরক্ষিত আসনে শূন্যপদ বৃদ্ধির দাবি করলেন ‘যোগ্য’ শিক্ষাকর্মীরা! পরিসংখ্যান কী বলছে দেখুন
সংরক্ষিত আসনে শূন্যপদ বৃদ্ধির দাবি করলেন ‘যোগ্য’ শিক্ষাকর্মীরা! পরিসংখ্যান কী বলছে দেখুন
  • এসএসসি গ্রুপ সি-তে শূন্যপদের তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন

  • যোগ্য চাকরিহারা শিক্ষাকর্মীরা তফসিলি জাতির শূন্যপদ বৃদ্ধির দাবি জানিয়েছেন

  • নিয়োগ প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান জানিয়েছেন

VIEW MORE
advertisement
advertisement