Mukul Roy Adhir Ranjan Chowdhury: ভোটের মাঝেই এ কী দৃশ্য! মুকুল রায়ের কাছে অধীর চৌধুরী, কেন? 'অন্য' সমীকরণের জল্পনা
- Published by:Raima Chakraborty
- hyperlocal
- Reported by:Rudra Narayan Roy
Last Updated:
Mukul Roy Adhir Ranjan Chowdhury Meeting: মুকুল রায়ের বাড়িতে গেলেন অধীর চৌধুরী, শুরু অন্য জল্পনা। কেন?
উওর ২৪ পরগনা: ইতিমধ্যেই লোকসভা নির্বাচনের চতুর্থ দফায় বহরমপুরে ভোট গ্রহণ শেষ হয়েছে। পঞ্চম দফায় ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে ভোট। আর তার আগেই সিপিআইএম প্রার্থী দেবদূত ঘোষের সমর্থনে কাঁচরাপাড়ার কলেজ মোড়ে এক নির্বাচনী জনসভায় এসে কংগ্রেসের বর্ষীয়ান নেতা অধীর রঞ্জন চৌধুরী।
সেখানে গিয়েই দেখা করলেন তৃণমূল নেতা মুকুল রায়ের সঙ্গে। এদিন মুকুল রায়ের কাঁচরাপাড়ার বাড়ি যুগল রেখায় গিয়ে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন অধীর চৌধুরী।
আরও পড়ুন: দার্জিলিং যাওয়া এখন আরও সহজ, চালু নতুন রুটে বাস পরিষেবা! পর্যটকেরা জানুন
বেশ কিছু সময় তাঁদের মধ্যে কথাবার্তা হয় বলে জানা গিয়েছে। মুকুল রায়ের সঙ্গে হাত মিলিয়ে শারীরিক অবস্থার কথা জিজ্ঞাসা করেন অধীর। হাসিমুখেই কথা বলেন মুকুলও। যদিও এ বিষয়ে বিশেষ কিছু বলতে চাননি বহরমপুরের দাপুটে নেতা অধীর চৌধুরী।
advertisement
advertisement
তবে এই সাক্ষাৎকারের পর থেকেই রাজনৈতিক মহলে নতুন করে চর্চা তৈরি হয়েছে। অনেকেই বলছেন তবে কি অধীর চৌধুরী অন্য কোনও সিদ্ধান্ত নিতে যাচ্ছেন ভবিষ্যতে! এদিনের তাঁদের এই সাক্ষাৎ অবশ্য রাজনৈতিক মহল কিছুটা অন্যভাবেই নিচ্ছে।
Rudra Narayan Roy
Location :
Kolkata,West Bengal
First Published :
May 17, 2024 1:51 PM IST