Modi Vs Mamata: মোদির পাল্টা মমতা! ৭ম দফার আগেই জমে উঠল বাংলার ভোটচিত্র! এবার কোথায় চ্যালেঞ্জ?

Last Updated:

Modi Vs Mamata: ফের মোদির পাল্টা সভা মমতার। সপ্তম ও শেষ দফা লোকসভা নির্বাচনের আগে ভোটরঙ্গ চরমে বাংলায়। মঙ্গলবারই রাজ্যে ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একইদিনে শহরে মোদি মমতার রোড শো আছে মঙ্গলবার। কিন্তু এখানেই শেষ নয়। মঙ্গলেই দু'দুটি সভা প্রধানমন্ত্রীর।

মোদির পাল্টা মমতা!
মোদির পাল্টা মমতা!
কলকাতা: ফের মোদির পাল্টা সভা মমতার। সপ্তম ও শেষ দফা লোকসভা নির্বাচনের আগে ভোটরঙ্গ চরমে বাংলায়। মঙ্গলবারই রাজ্যে ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একইদিনে শহরে মোদি মমতার রোড শো আছে মঙ্গলবার। কিন্তু এখানেই শেষ নয়। মঙ্গলেই দু’দুটি সভা প্রধানমন্ত্রীর।
এবার তারই পাল্টা দিতে চলেছেন তৃণমূল সুপ্রিমো। বুধবার বারুইপুরে মোদির পাল্টা সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর ঘূর্ণিঝড় বিধ্বস্ত অঞ্চল পরিদর্শন ও করতে পারেন মমতা। আজ বারুইপুরে যে মাঠে সভা করছেন সেই মাঠেই বুধবার সভা মমতা বন্দ্যোপাধ্যায়ের।
ফের সূচিতে বদল আনলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার দুপুর ১ টায় বারুইপুরে নির্বাচনী সভা করবেন তৃণমূল নেত্রী। তারপর উত্তর কলকাতায় মিছিল ও মেটিয়াব্রুজে সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমনটাই সূত্রের খবর। প্রসঙ্গত বুধবারও নরেন্দ্র মোদি দক্ষিণ ২৪ পরগনায় সভা করবেন। কাকদ্বীপে সভা করবেন প্রধানমন্ত্রী। এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ও সভা করবেন দক্ষিণ ২৪ পরগনায়।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/নির্বাচন/
Modi Vs Mamata: মোদির পাল্টা মমতা! ৭ম দফার আগেই জমে উঠল বাংলার ভোটচিত্র! এবার কোথায় চ্যালেঞ্জ?
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement