Modi-Mamata Lok Sabha Election: ৪ এপ্রিল মোদি-মমতা ঝড় উত্তরবঙ্গে! একইদিনে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর সভা কোচবিহারে
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
Modi-Mamata Lok Sabha Election: রবিবার কৃষ্ণনগর থেকে নির্বাচনী জনসভা শুরু করলেও আগামী চার তারিখ উত্তরবঙ্গেও যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সভা করবেন কোচবিহারের মাথাভাঙায়। আবার ওই দিনই উত্তরবঙ্গে নির্বাচনী প্রচারে থাকছে খোদ প্রধানমন্ত্রী।
কলকাতা: রবিবার কৃষ্ণনগর থেকে নির্বাচনী জনসভা শুরু করলেও আগামী চার তারিখ উত্তরবঙ্গেও যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সভা করবেন কোচবিহারের মাথাভাঙায়। আবার ওই দিনই উত্তরবঙ্গে নির্বাচনী প্রচারে থাকছে খোদ প্রধানমন্ত্রী। সবমিলিয়ে আগামী আবহাওয়ার পারদ চড়ার সঙ্গে পাল্লা দিয়ে আগামী বৃহস্পতিবার উত্তরে চড়বে ভোট প্রচারের পারদ।
আজই প্রথম খাতায় কলমে লোকসভা নির্বাচনের প্রচার অভিযান শুরু করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আজ কৃষ্ণনগরে সভা করেছেন তিনি। সেই সভা থেকে মুহুর্মুহু বিরোধীদের নিশানা করেছেন তৃণমূল নেত্রী। তবে আজ শুধুই ট্রেলার। এবার উত্তরবঙ্গে কার্যত মুখোমুখি হতে চলেছেন মমতা-মোদি।
advertisement
advertisement
আগামী ৪ এপ্রিল তারিখে কোচবিহারের রাসমেলা ময়দানে জনসভা করবেন নরেন্দ্র মোদি। ওইদিনই মমতা বন্দ্যোপাধ্যায়ের কোচবিহারে সভা। ৪ঠা এপ্রিল কোচবিহারে দুপুর ৩টে থেকে জনসভা করবেন নরেন্দ্র মোদি। আবার একইদিনে ৪ঠা এপ্রিল কোচবিহারের মাথাভাঙায় সভা আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। সবমিলিয়ে উত্তরবঙ্গের ভোটের ময়দান কাঁপতে চলেছে এপ্রিলের প্রথম সপ্তাহেই।
Location :
Kolkata,West Bengal
First Published :
March 31, 2024 3:04 PM IST