গণতন্ত্রের উৎসবে শামিল মোদিও, ভোট দিয়ে বেরিয়ে মোদির মুখে কমিশনের প্রশংসা

Last Updated:

ভোটকেন্দ্রে ঢুকে আর পাঁচজন ভোটারের মতোই লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করে অবশেষে ভোট দেন মোদি৷ সোমবার গুজরাতের দ্বিতীয় দফার ভোটগ্রহণ৷ ৯৩টি আসনে ৮৩৩ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ  হবে আজ৷

#আহমেদাবাদ: সোমবার, ৫ ডিসেম্বর মোদি-শাহের গুজরাতে দ্বিতীয় দফার ভোটগ্রহণ। এদিন সকাল সকালই আহমেদাবাদে নিজের ভোটদান পর্ব সারেন মোদি। মোদির ভোটদান ঘিরে সাধারণ মানুষের মধ্যে উত্তেজনা ছিল চোখে পড়ার মতো।
এ দিন আহমেদাবাদের রনিপের নিরপান পাবলিক স্কুলে ভোট দিতে যান প্রধানমন্ত্রী। বেশ কিছুটা পথ হেঁটে ভোটকেন্দ্রে যান পৌঁছন৷ তাঁকে দেখতে রাস্তার দু' পাশে ছিল উপচে পড়ে ভিড়৷ ভোট দিতে যাওয়ার সময় জনতার উদ্দেশে হাতও নাড়েন তিনি। ভোটকেন্দ্রে ঢুকে অবশ্য আর পাঁচজন ভোটারের মতোই লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করে অবশেষে দেন ভোট৷ সোমবার গুজরাতের দ্বিতীয় দফার ভোটগ্রহণ৷ ৯৩টি আসনে ৮৩৩ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ  হবে আজ৷
advertisement
advertisement
ভোটদানের পরেই প্রধানমন্ত্রী বুথের কাছেই তাঁর বড়ভাই সোমা মোদির বাড়ি যান। সেখানে দাঁড়িয়ে সাংবাদিকদের সঙ্গে কথাও বলেন। সুষ্ঠুভাবে ভোট দেওয়ার জন্য সাধারণ ভোটারকে এবং সুষ্ঠুভাবে নির্বাচন প্রক্রিয়া সুসম্পন্ন করার জন্য নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানান মোদি। তিনি বলেন, "মানুষ গণতন্ত্রের উৎসবে মেতে উঠেছে।"
advertisement
কমিশনের ভূয়সী প্রশংসা করে মোদি বলেন, "গুজরাত, হিমাচল প্রদেশ, দিল্লি অত্যন্ত আগ্রহভরে, অত্যন্ত আশা নিয়ে গণতন্ত্রের এই উৎসবে অংশদগ্রহণ করছেন। আমি নির্বাচন কমিশনকেও শুভেচ্ছা জানাব। ওঁরা অত্যন্ত সুনিপুণভাবে এই বিশাল আয়োজন করেছেন।"
সোমবার সকাল ৮টা থেকেই গুজরাতে শুরু হয়েছে দ্বিতীয় দফা ভোটগ্রহণ প্রক্রিয়া। গত ১ ডিসেম্বরই ছিল প্রথম দফার নির্বাচন। প্রথম দফায় ভোটদানের হার ছিল উল্লেখযোগ্য ভাবে কম। দ্বিতীয় দফায় সাধারণ মানুষ যাতে দলে দলে ভোট দেন, সকাল সকাল ট্যুইট করে সেই আর্জিও জানান গুজরাতের ভূমিপুত্র। ভোট দেওয়ার আগে গুজরাতে একটানা প্রচার করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ নিজের মায়ের সঙ্গেও দেখা করে আশীর্বাদ নেন৷
view comments
বাংলা খবর/ খবর/নির্বাচন/
গণতন্ত্রের উৎসবে শামিল মোদিও, ভোট দিয়ে বেরিয়ে মোদির মুখে কমিশনের প্রশংসা
Next Article
advertisement
West Bengal Weather Update: দুর্বল ‘মন্থা’, তবে নিম্নচাপের বৃষ্টি চলবে বঙ্গে, আগামী ক’দিন আবহাওয়া কেমন থাকবে?
দুর্বল ‘মন্থা’, তবে নিম্নচাপের বৃষ্টি চলবে বঙ্গে, আগামী ক’দিন আবহাওয়া কেমন থাকবে?
  • দুর্বল ‘মন্থা’, তবে নিম্নচাপের বৃষ্টি চলবে বঙ্গে

  • আগামী ক’দিন আবহাওয়া কেমন থাকবে ?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement