Mayawati removes nephew Akash Anand: ভাইপো আনন্দকে হঠাৎ দলীয় পদ থেকে সরিয়ে দিলেন, ভোটের মধ্যেই মায়াবতীর সিদ্ধান্তে জোর জল্পনা
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
গতকাল মায়াবতী নিজেই সমাজমাধ্যমে পোস্ট করে নিজের এই সিদ্ধান্তের কথা জানান৷
লখনউ: নিজের ভাইপো আকাশ আনন্দকে দলের পদ থেকে সরিয়ে দিলেন বহুজন সমাজ পার্টির নেত্রী মায়াবতী৷ লোকসভা নির্বাচনের মধ্যেই মায়াবতীর এই সিদ্ধান্তে উত্তর প্রদেশের রাজনীতিতে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে৷ মায়াবতী অবশ্য দাবি করেছেন, রাজনীতিতে পরিণত হলেই ভাইপোকে দলীয় পদে ফিরিয়ে আনবেন তিনি৷
গতকাল মায়াবতী নিজেই সমাজমাধ্যমে পোস্ট করে নিজের এই সিদ্ধান্তের কথা জানান৷ তিনি লেখেন, ‘আকাশ আনন্দকে আমি বিএসএপি সর্বভারতীয় আহ্বায়ক পদে বসিয়েছিলাম এবং আমার উত্তরাধিকারী হিসেবে ঘোষণা করেছিলাম৷ কিন্ত দলের বৃহত্তর স্বার্থে এবং আন্দোলন চালিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি এই দুই দায়িত্ব থেকেই তাকে অব্যাহতি দিলাম, যতক্ষণ না সে পরিণত হচ্ছে৷’
advertisement
advertisement
একই সঙ্গে মায়াবতী যোগ করেন, ‘সবাই জানে যে বিএসপি আন্দোলনের মাধ্যমেই বি আর আম্বেদকরকে সম্মান জানিয়ে এসেছে এবং সামাজিক সংস্কারের জন্য আমি এবং কাঁসি রামজি সেই লক্ষ্যেই নিজেদের জীবন সমর্পণ করেছি৷ নতুন প্রজন্মকেও সেই আন্দোলনে গতি আনতে হবে৷’
advertisement
তবে মায়াবতী জানিয়েছেন, আকাশের বাবা আনন্দ কুমার আগের মতোই বিএসপির হয়ে যাবতীয় দায়িত্ব পালন করবেন৷ তবে মায়াবতীর ব্যাখ্যার পরেও এই সিদ্ধান্তের পিছনে বিএসপি-র অভ্যন্তরের অন্য কোনও অঙ্ক আছে কি না, তা নিয়ে চর্চা শুরু হয়েছে৷
সম্প্রতি মায়াবতীর ভাইপো সহ চারজনের বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগে মামলা দায়ের করে নির্বাচন কমিশন৷ তার পর পরই এই সিদ্ধান্ত নিলেন মায়াবতী৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 08, 2024 12:06 PM IST