'১৯৫-২০০ এর মধ্যে থাকবে BJP', আর ইন্ডিয়া জোট...? 'রেজাল্ট' নিয়ে বিরাট ভবিষ্যৎবাণী মমতার
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
চতুর্থ দফার লোকসভা নির্বাচনের এবার ভোট নিয়ে বড় দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের। কল্যাণীতে নির্বাচনী প্রচার সভা থেকে চতুর্থ দফা ভোট নিজের মুখ খোলার পাশাপাশি এবার আগামী ৪ জুন ফলাফল নিয়েও বড় ভবিষ্যৎবাণী দিয়ে দিলেন তৃণমূল সুপ্রিমো।
কল্যাণী : চতুর্থ দফার লোকসভা নির্বাচনের এবার ভোট নিয়ে বড় দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের। কল্যাণীতে নির্বাচনী প্রচার সভা থেকে চতুর্থ দফা ভোট নিজের মুখ খোলার পাশাপাশি এবার আগামী ৪ জুন ফলাফল নিয়েও বড় ভবিষ্যৎবাণী দিয়ে দিলেন তৃণমূল সুপ্রিমো। একইসঙ্গে নিশানা করলেন মোদি-অমিত শাহ্দের।
বিস্ফোরক দাবি জানিয়ে মমতা বললেন, “৪ দফা ভোট হয়েছে এখনও পর্যন্ত। এখনও পর্যন্ত যা হিসেব আসছে তাতে ১৯৫থেকে ২০০-র মধ্যে থাকতে পারে বিজেপি। আর ইন্ডিয়া জোট পাবে ২৯৫ থেকে ৩১৫ এর মধ্যে।”
সোমবারের চতুর্থ দফা ভোট নিয়ে মুখ খুললেন মমতা। তাঁর কথায়, “মহুয়ার উপর কী রাগ। মহুয়াকে ভোট দিলে বিজেপির কাছে ভোট চলে যাচ্ছে। তারপর রুখে দাঁড়ানো হয়েছে। ইভিএম চেঞ্জ হয়েছে। এই বিষয়গুলো পুলিশকে দেখতে হবে।”
advertisement
advertisement
“সোমবারও আমি শুনেছি রানাঘাটে দত্তফুলিয়াতে টোটো করে বিএসএফ ভোটারদের নিয়ে যাচ্ছিল। আমি টোটো ভাইদের বলব চিরকাল বিজেপি থাকবে না। আপনারা বিজেপির ফাঁদে পা দেবেন না। এইগুলি নিয়ে তো পুলিশ কেস করবে।”
Location :
Kolkata,West Bengal
First Published :
May 14, 2024 3:39 PM IST