Mamata Banerjee to Narendra Modi: 'কোথায় ছিলেন, ২৬ হাজার চাকরি তো আপনার দল খেয়েছে!' মোদি আশ্বাস দিতেই জবাব মমতার

Last Updated:

ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন, চাকরি হারানো সব শিক্ষক-শিক্ষিকাদেরই পাশে থাকবে রাজ্য সরকার এবং শাসক দল৷

মোদিকে জবাব মমতার৷
মোদিকে জবাব মমতার৷
রায়না: বর্ধমানে সভা করতে এসে চাকরি হারানো যোগ্য শিক্ষক-শিক্ষিকাদের পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ তার কয়েক ঘণ্টার মধ্যেই প্রধানমন্ত্রীকে জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ পূর্ব বর্ধমানেরই রায়নার সভা থেকে তৃণমূলনেত্রীর জবাব, ‘কোথায় ছিলেন মোদিবাবু? শিক্ষক-শিক্ষিকাদের আপনার কোনও প্রয়োজন নেই৷’
কলকাতা হাইকোর্টের নির্দেশে চাকরি হারানো প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে এখন বঙ্গ রাজনীতিতে টানাপোড়েন তুঙ্গে৷ ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন, চাকরি হারানো সব শিক্ষক-শিক্ষিকাদেরই পাশে থাকবে রাজ্য সরকার এবং শাসক দল৷ এ দিন বর্ধমানের সভা থেকে চাকরি হারানো যোগ্য চাকরিপ্রার্থীদের পাশে থাকার আশ্বাস দেন প্রধানমন্ত্রী৷ নরেন্দ্র মোদি বলেন, আদালতের নির্দেশে যে যোগ্য শিক্ষকদের চাকরি গিয়েছে, তাঁদের পাশে থেকে আইনি সহায়তা দেবে বিজেপি৷ এর জন্য রাজ্য বিজেপির সভাপতিকে তিনি লিগল সেল তৈরিরও নির্দেশ দিয়েছেন বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী৷
advertisement
advertisement
প্রধানমন্ত্রীর এই ঘোষণার কিছুক্ষণের মধ্যেই রায়নার সভা থেকে মমতা বলেন, ‘চাকরি খেতে দেব না। আমরা আদালতে লড়ছি। কোথায় ছিলেন মোদী বাবু? ২৬ হাজার চাকরি তো আপনার দল খেয়েছে৷ সিপিএমকে টাকা দিয়ে দাঁড় করিয়েছে আপনার দল৷ লজ্জা করে না? আপনার কোনও প্রয়োজন নেই শিক্ষক শিক্ষিকাদের৷ এরা সাপেও চুমু খায়, ব্যাঙেও চুমু খায়৷ চাকরিও খাবে, আবার বলবে পাশে আছি৷ ত্রিপুরায় সিপিএম আমলে দশ হাজার শিক্ষকরে চাকরি বাতিল হয়েছিল৷ বলেছিলেন ক্ষমতায় এলে চাকরি ফিরিয়ে দেব, দিয়েছেন? ভোট এলে মনে পড়ে৷ মানুষের দগ্ধ জায়গাটায় খোঁচা দেন৷’
advertisement
এ দিন দুর্নীতি ইস্যুতেও তৃণমূলকে আক্রমণ করেন নরেন্দ্র মোদি৷ পাল্টা দুর্নীতি ইস্যুতে প্রধানমন্ত্রীকে নিশানা করে মমতা বলেন, ‘দুর্নীতি কী করে করতে হয়? তার মাস্টারমাইন্ড বিজেপি-র ওয়াশিং মেশিন। মোদি বাবু ভালই প্ল্যান করেছেন। আপনার দাম আপনি নিজে প্রচার করে বেড়াচ্ছেন। আর একশো দিনের কাজের শ্রমিকদের টাকা দিচ্ছেন না। এবারে জিতলে খালি উনি থাকবেন। দেশও থাকবেনা আর সংবিধান থাকবে না। নিজের অধিকার চাইলে মধু-বিধুকে ভোট দেবেন না। লুটেরা, ডাকাত, চোরদের ক্ষমা করবেন না। চাকরি দেওয়ার ক্ষমতা নেই, আর চাকরি কেড়ে নিচ্ছে।’
view comments
বাংলা খবর/ খবর/নির্বাচন/
Mamata Banerjee to Narendra Modi: 'কোথায় ছিলেন, ২৬ হাজার চাকরি তো আপনার দল খেয়েছে!' মোদি আশ্বাস দিতেই জবাব মমতার
Next Article
advertisement
Dev Visits Karimul Haque: হৃদযন্ত্রে গুরুতর সমস্যা, অসুস্থ বাইক অ্যাম্বুল্যান্স দাদা করিমুল! খবর পেয়েই হাসপাতালে ছুটলেন দেব
হৃদযন্ত্রে সমস্যা, অসুস্থ বাইক অ্যাম্বুল্যান্স দাদা করিমুল!খবর পেয়েই হাসপাতালে ছুটলেন দেব
  • অসুস্থ বাইক অ্যাম্বুল্যান্স দাদা নামে খ্যাত করিমুুল হক৷

  • কলকাতার হাসপাতালে ভর্তি পদ্মশ্রী করিমুল৷

  • খবর পেয়েই হাসপাতালে ছুটলেন অভিনেতা দেব৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement