Mamata Banerjee Campaign: দেবাংশুর হয়ে এবার প্রচারে মমতা, তমলুকের জন্য বড় পরিকল্পনা তৃণমূল নেত্রীর

Last Updated:

Mamata Banerjee Campaign: ১৫ এপ্রিল তমলুক লোকসভা কেন্দ্রের জন্য সাংগঠনিক বৈঠক করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

দেবাংশুর হয়ে প্রচারে মমতা
দেবাংশুর হয়ে প্রচারে মমতা
কলকাতা: ভোটের ১ মাস আগে থেকেই পূর্ব মেদিনীপুরে প্রচার শুরু করছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ২৫ এপ্রিল থেকে পূর্ব মেদিনীপুরে প্রচার শুরু করছেন মুখ্যমন্ত্রী। তমলুক লোকসভার অধীনে মহিষাদলে সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ২৫ মে পূর্ব মেদিনীপুরের তমলুক কেন্দ্রে ভোট।
অন্যদিকে, ১৫ এপ্রিল তমলুক লোকসভা কেন্দ্রের জন্য সাংগঠনিক বৈঠক করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপর ফের উত্তরবঙ্গে যাবেন অভিষেক।
advertisement
তবে, প্রথম দফার আগে উত্তরবঙ্গের তিন আসনের পর এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের টার্গেট বালুরঘাট লোকসভা কেন্দ্র। বালুরঘাট লোকসভা কেন্দ্রে আরও তিনটি নির্বাচনী সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের তুলনায় বালুরঘাটে বেশি নির্বাচনী সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সূত্রে খবর, ১৮ এপ্রিল, ২১ ও ২২ এপ্রিল বালুরঘাটে জনসভা করবেন মমতা। বুনিয়াদপুর, কুমারগ্রামে সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। গত ৬ এপ্রিল বালুরঘাটের তপনে সভা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সবমিলিয়ে বালুরঘাটের জন্যই ৪ টি সভা করছেন তৃণমূল নেত্রী। আগামী ২৬ এপ্রিল বালুরঘাট লোকসভা কেন্দ্রে ভোট।
advertisement
এদিকে, উত্তরবঙ্গে ফের জোড়া নির্বাচনী সভা নরেন্দ্র মোদির। বিজেপি সূত্রে খবর, আগামী ১৬ এপ্রিল বালুরঘাট ও রায়গঞ্জ-দুই লোকসভা কেন্দ্রে পরপর সভা করবেন প্রধানমন্ত্রী। দুপুর ২.৩০ থেকে বালুরঘাট রেলওয়ে স্টেশন গ্রাউন্ড ও বিকেল ৪.১৫ থেকে রায়গঞ্জের দক্ষিণ গোয়ালপাড়াতে সভা করবেন মোদি। ওই দিন উত্তরবঙ্গের তিন কেন্দ্রে শেষ নির্বাচনী সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। ওই দিন আলিপুরদুয়ারে সভা ও শিলিগুড়িতে রোড শো করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
বাংলা খবর/ খবর/নির্বাচন/
Mamata Banerjee Campaign: দেবাংশুর হয়ে এবার প্রচারে মমতা, তমলুকের জন্য বড় পরিকল্পনা তৃণমূল নেত্রীর
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement