Abhishek Banerjee: মালদহে দুটি লোকসভা আসনেই জয় চাই, জেলার নেতাদের স্পষ্ট বার্তা অভিষেকের

Last Updated:

গোষ্ঠীদ্বন্দ্ব বরদাস্ত নয়, বুথ স্তর পর্যন্ত মুখ্যমন্ত্রীর মানবিক প্রকল্পের প্রচারে জোর দিতে হবে ৷ পিছিয়ে থাকা বিধানসভাগুলির নাম ধরে ধরে নেতৃত্বকে সজাগ ও সতর্ক করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

মালদহে দুটি আসনেই জয় চাই, জেলার নেতাদের স্পষ্ট বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের
মালদহে দুটি আসনেই জয় চাই, জেলার নেতাদের স্পষ্ট বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের
সেবক দেবশর্মা, মালদহ: মালদহের দু’টি লোকসভা পাখির চোখ তৃণমূলের। শুক্রবার মালদহে দলের নেতাদের সঙ্গে বৈঠকে সেই বার্তায় বুঝিয়ে দিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মালদহের দু’টি লোকসভা নিয়ে শুক্রবার দু’দফায় প্রায় আড়াই ঘণ্টা বৈঠক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রথম ৪০ মিনিট বৈঠক হয় দলের বিধায়ক, সাংসদ, মন্ত্রী, দুই কেন্দ্রের প্রার্থী, দলের জেলা সভাপতি এবং ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যানের সঙ্গে। এরপর দ্বিতীয় দফায় প্রায় দেড় ঘণ্টা বৈঠক করেন আমন্ত্রিত ১২১ জন নেতা ও জনপ্রতিনিধিদের সঙ্গে।
বৈঠকে অভিষেক জানান, তাঁর কাছে জেলার সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ তত্ত্ব রয়েছে। দক্ষিণ মালদহ লোকসভার ইংরেজবাজার, মানিকচক এবং বৈষ্ণবনগর বিধানসভায় দল তুলনামূলক ভাবে পিছনে আছে বলে নেতৃত্বকে সজাগ ও সতর্ক করেন অভিষেক। তিনি বলেন, উত্তর মালদহ লোকসভায় অন্তর্গত গাজোলে দলের সংগঠন ছন্নছাড়া অবস্থায় কেন? উত্তর মালদহের হরিশচন্দ্রপুরে কংগ্রেস ও সিপিএম বাড়ছে বলেও সতর্ক করেন অভিষেক।দ লের নেতৃত্বকে অভিষেক জানান, ঐক্যবদ্ধভাবে কাজ করলে দু’টি লোকসভা আসনেই জেতা সম্ভব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মানবিক প্রকল্পগুলি সম্পর্কে বুথপর্যায় পর্যন্ত প্রচার এগিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন অভিষেক। তিনি আরও জানান, নেতৃত্বকে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের জিজ্ঞেস করতে হবে কেন অন্য কোনও দলকে ভোট দেওয়ার কথা ভাবছেন। উত্তর মালদহের রতুয়ায় সম্পত্তি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে আসায় নেতৃত্বকে সতর্ক করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
advertisement
advertisement
এদিন পুরাতন মালদহে একটি বেসরকারি হোটেলে দলের সাংগঠনিক বৈঠক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৈঠকে সংসদ, বিধায়ক, মন্ত্রী ছাড়াও ব্লক সভাপতি, পঞ্চায়েত সমিতির দলীয় সভাপতি, সহ-সভাপতি, জেলা পরিষদের সদস্যদের ডাকা হয়। সব মিলিয়ে ১২১ জন ডাক পান এদিনের বৈঠকে।
advertisement
মালদহে ২০১৯ লোকসভায় দু’টি আসনে হেরে যায় তৃণমূল কংগ্রেস। দক্ষিণ মালদহ লোকসভায় জেতে কংগ্রেস। অন্যদিকে, উত্তর মালদহ আসন জেতে বিজেপি। এবার দু’টি লোকসভায় নিজেদের দখলে আনতে হবে বলে স্পষ্ট জানান অভিষেক। কোনও নেতার এলাকায় দলের ফল খারাপ হলে রেয়াত করা হবে না বলেও এদিন কড়া বার্তা দিয়েছেন তিনি।
বাংলা খবর/ খবর/নির্বাচন/
Abhishek Banerjee: মালদহে দুটি লোকসভা আসনেই জয় চাই, জেলার নেতাদের স্পষ্ট বার্তা অভিষেকের
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement