Yusuf Pathan: ‘ম্যান অফ দ্য ম্যাচ’ কে হবেন স্থির করবেন! রাজনীতির ময়দানে ডেবিউ করে বললেন তৃণমূলের ‘পাঠান’
- Published by:Satabdi Adhikary
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
তিনি বলেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে এখানে পাঠিয়েছেন। এখানকার মানুষের কাছ থেকে আমি যে স্বতঃস্ফূর্ত সাড়া পেয়েছি, তাতে আমি অত্যন্ত আশাবাদী। আর যদি ভোটের ফলের কথা বলেন, তাহলে বলব, ম্যান অফ দ্য ম্যাচ কে হবেন, সেটা মানুষই ঠিক করবেন।’’
কলকাতা: ‘ম্যান অফ দ্য ম্যাচ কে হবেন, সেটা মানুষই স্থির করবেন’। বহরমপুরে আয়োজিত জনগর্জন সভায় কর্মী সমর্থকদের জয় নিয়ে আত্মবিশ্বাসী ইউসুফ পাঠান। বিশ্বকাপ জয়ী ক্রিকেট দলের সদস্য! তিনিই কিনা বহরমপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী! তাঁর একঝলক দেখা পেতেই কান্দিতে আয়োজিত কর্মসূচিতে উপচে পড়ে কর্মী সমর্থকদের ভিড়। আগত মানুষের এই বিপুল সমর্থনের প্রতি অভিবাদন জানিয়ে তৃণমূল প্রার্থী বলেন, ‘‘আসন্ন লোকসভা নির্বাচনে ম্যান অফ দ্য ম্যাচ কে হবেন, সেটা মানুষই ঠিক করবেন।’’
পাঁচবারের সাংসদের বিরুদ্ধে ভোটের ময়দানে নামা নিয়ে প্রশ্ন করা হলে বিশ্ববিখ্যাত এই ক্রিকেটার বলেন, ‘‘তিনি একজন প্রবীণ রাজনৈতিক নেতা। তাই আমি তাঁকে সম্মান করি। কিন্তু, এখানকার মানুষ পরিবর্তন চান। এই লোকসভা কেন্দ্রে কোনও উন্নয়ন হয়নি। দুই ব্যক্তির মধ্যে ভোটের লড়াই নিয়ে আলোচনা করার বদলে আমরা বরং সেটা নিয়েই বেশি কথা বলব।’’
advertisement
আরও পড়ুন: সারাদিনে কমপক্ষে কতক্ষণ এবং ক’বার চুমু খাওয়া উচিত জানেন? সুস্থ থাকতে কিন্তু অত্যন্ত প্রয়োজন, যা বলছে বিজ্ঞান
তিনি বলেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে এখানে পাঠিয়েছেন। এখানকার মানুষের কাছ থেকে আমি যে স্বতঃস্ফূর্ত সাড়া পেয়েছি, তাতে আমি অত্যন্ত আশাবাদী। আর যদি ভোটের ফলের কথা বলেন, তাহলে বলব, ম্যান অফ দ্য ম্যাচ কে হবেন, সেটা মানুষই ঠিক করবেন।’’
advertisement
advertisement
কান্দিতে আয়োজিত এক কর্মী সম্মেলন চলাকালীনই বহরমপুর লোকসভা কেন্দ্র নিয়ে নিজের পরিকল্পনার কথা জানান ইউসুফ। তিনি বলেন, ‘‘যদি আমি নির্বাচিত হই, আমি এখানকার তরুণ প্রজন্মের জন্য একটি বিশ্বমানের স্পোর্টস অ্যাকাডেমি নির্মাণ করব। সেখানে ছোটরা ক্রিকেট, ফুটবল, সাঁতার এবং বাস্কেটবলের প্রশিক্ষণ নিতে পারবে এবং ভবিষ্য়তে দেশের জন্য মেডেল জিতে আনবে। পাশাপাশি, এখানকার রেশম শিল্পের প্রসার ঘটাতেও যথাযথ পদক্ষেপ করব।’’
advertisement
আরও পড়ুন: বাজার ছেয়ে গেছে নকল পনিরে, মেশানো হচ্ছে রাসায়নিক…জানেন কী ভাবে চিনবেন আসল পনির? রয়েছে সামান্য টেকনিক
গত বৃহস্পতিবার থেকে বহরমপুর লোকসভা কেন্দ্রে লাগাতার জনসভা ও কর্মী সম্মেলন করছেন ইউসুফ পাঠান। তাঁর প্রত্যেকটি কর্মসূচিতেই ভক্ত ও অনুরাগীদের ভিড় উপচে পড়ছে। প্রিয় ক্রিকেটারকে দেখতে বিপুল সংখ্যায় ভিড় জমাচ্ছেন মানুষ। শনিবার স্থানীয়দের উষ্ণ আলিঙ্গনে আবদ্ধ হতে দেখা যায় ইউসুফ পাঠানকে। তিনি বাসিন্দাদের সঙ্গে সরাসরি বার্তালাপ করেন, তাঁদের সঙ্গে ছবি তোলেন। সেইসব ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
Location :
West Bengal
First Published :
March 24, 2024 10:24 AM IST