Loksabha Election 2024: দুই তারকার হাড্ডাহাড্ডি লড়াই ঘাটালে... চা চক্রে যোগ দিলেন দেব... প্রচার হিরণেরও

Last Updated:

Loksabha Election 2024: প্রসঙ্গত, লোকসভা নির্বাচনের প্রার্থী পদ ঘোষণার পরেই বিভিন্ন জায়গার মানুষের কাছে পৌঁচচ্ছেন দুই অভিনেতা প্রার্থী। একদিকে হিরণ, অন্যদিকে দেব বিভিন্ন জায়গায় প্রচার সারছেন। 

+
চা

চা পান করলেন দেব

পশ্চিম মেদিনীপুর: সামনেই লোকসভা নির্বাচন। পশ্চিম মেদিনীপুর জেলার হেভিওয়েট লোকসভা নির্বাচন কেন্দ্র ঘাটাল। এখানেই প্রার্থী হয়েছেন দুই তারকা দেব ও হিরণ। একদিকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী দু-বারের সাংসদ অভিনেতা দেব, অন্যদিকে বিজেপি প্রার্থী, খড়গপুর বিধানসভার বিধায়ক হিরণ। বিভিন্ন আঙ্গিকে প্রচার শুরু করেছে রাজনৈতিক দলগুলি।
প্রচারে বেরিয়ে ‘ চা চক্র’ করলেন তৃণমূলের বিদায়ী সাংসদ তথা এবারের প্রার্থী দেব। বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুরের ঘাটাল লোকসভা কেন্দ্রের দাসপুর দুই ব্লকে প্রচার শেষে বেনাই কৈজুড়ি এলাকায় একটি স্থানীয় দোকানে তৃণমূল কর্মীদের নিয়ে চা পান করেন তিনি। যদিও এই নিয়ে নানা গুঞ্জন রাজনৈতিক মহলে।
advertisement
প্রসঙ্গত, লোকসভা নির্বাচনের প্রার্থী পদ ঘোষণার পরেই বিভিন্ন জায়গার মানুষের কাছে পৌঁচচ্ছেন দুই অভিনেতা প্রার্থী। একদিকে হিরণ, অন্যদিকে দেব বিভিন্ন জায়গায় প্রচার সারছেন।  তবে বিদায়ী সাংসদ, প্রার্থীকে পাশে পেয়ে খুশি সকলে। বিভিন্ন গ্রামে গিয়ে সাধারণ মানুষের মধ্যে জনসংযোগ সারছেন দেব। কখনও হুডখোলা গাড়িতে, আবার কখনও পায়ে হেঁটে প্রচার করছেন তিনি। স্বাভাবিকভাবেই লড়াই কিন্তু বেশ হাড্ডাহাড্ডি হতে চলেছে।
advertisement
রঞ্জন চন্দ
বাংলা খবর/ খবর/নির্বাচন/
Loksabha Election 2024: দুই তারকার হাড্ডাহাড্ডি লড়াই ঘাটালে... চা চক্রে যোগ দিলেন দেব... প্রচার হিরণেরও
Next Article
advertisement
ছোট্ট প্রতিমা, বর্ধমানের শিল্পীর তৈরি দুর্গা মূর্তি পাড়ি দিল কানাডায়!
ছোট্ট প্রতিমা, বর্ধমানের শিল্পীর তৈরি দুর্গা মূর্তি পাড়ি দিল কানাডায়!
  • বর্ধমানের শিল্পীর তৈরি দুর্গা প্রতিমা পাড়ি জমালো সুদূর কানাডায়। ফাইবার দিয়ে তৈরি ছোট্ট সাবেকি  একচালার দুর্গা প্রতিমা। পৌঁছে যাচ্ছে বিদেশে। এর আগে শিল্পী নরওয়েতে লক্ষ্মী ও সরস্বতী এবং আমেরিকায় শিবের মূর্তি পাঠিয়েছিলেন। এই প্রথম বিদেশে দুর্গা প্রতিমা পাঠালেন তিনি।

VIEW MORE
advertisement
advertisement