Loksabha Election 2024: কোনও অশান্তি নেই! ভোটের দিন পিকনিকের আমেজ পূর্ব বর্ধমানে
- Published by:Rachana Majumder
- hyperlocal
- Reported by:Bonoarilal Chowdhury
Last Updated:
Loksabha Election 2024: শাসক দলের কর্মীরা যেন উৎসবের মেজাজে মেতে উঠেছেন। নিজেদের কর্মীদের জন্য করা হয়েছে জল খাবারের ব্যবস্থাও।
পূর্ব বর্ধমান: কোনও আতঙ্ক, সন্ত্রাস নয়,একেবারে খোশ মেজাজে গণতন্ত্রের উৎসবে সামিল পূর্ব বর্ধমানের মানুষজন। রাজ্যের মোট আটটি লোকসভা কেন্দ্রে নির্বাচন হচ্ছে এদিন।এর মধ্যে রয়েছে বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রও। আর ভোটের দিন সকালে এই লোকসভা কেন্দ্রের অন্তর্গত কালিকাপুর গ্রামে দেখা গেল এক অন্য ছবি।
শাসক দলের কর্মীরা যেন উৎসবের মেজাজে মেতে উঠেছেন। নিজেদের কর্মীদের জন্য করা হয়েছে জল খাবারের ব্যবস্থাও। আয়োজনে হাত লাগিয়েছেন দলীয় কর্মীরা। রবীন্দ্রনাথ মুখোপাধ্য়ায় নামের এক তৃণমূল কর্মী বলেন, “জলখাবারে শুকনো মুড়ি আর ছোলা খেয়ে আমাদের কর্মীরা যাতে ভোটকে শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পারেন, সেই চেষ্টা করছি।”
বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের অন্তর্গত অগ্রদ্বীপ গ্রাম পঞ্চায়েতের কালিকাপুর গ্রামে ভোটের দিন দেখা যায় তৃণমূল কর্মীদের মুড়ি-ছোলা খাওয়ার ছবি। এই প্রসঙ্গে স্থানীয় আরেক তৃণমূল কর্মী বলেন, “আমরা তৃণমূল কর্মী ভোটের আগেও খাটাখাটনি করেছি এবং এখনওকরছি। আমরা চাই যেন আমাদের এখানে শান্তিপূর্ণভাবে ভোট হয়। যেন কোনও অশান্তি না হয়। “
advertisement
advertisement
আজ সোমবার চতুর্থ দফার নির্বাচন। ৮ কেন্দ্রে ভাগ্য় নির্ধারণ হবে ৭৫ জন প্রার্থীর। যার মধ্যে রয়েছেন হেভিওয়েট প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী, বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে বিজেপির টিকিটে লড়ছেন দিলীপ ঘোষ।মুর্শিদাবাদ জেলার বহরমপুর, বীরভূমের বোলপুর এবং বীরভূম লোকসভা কেন্দ্র, নদিয়ার কৃষ্ণনগর, রানাঘাট, পূর্ব বর্ধমানের বর্ধমান-দুর্গাপুর ও বর্ধমান-পূর্ব, পশ্চিম বর্ধমানের আসানসোল লোকসভা কেন্দ্রে নির্বাচন রয়েছে আজ।
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
May 13, 2024 5:51 PM IST