Mamata Banerjee: ‘ও বাঘের বাচ্চার মতো লড়াই করে,’ সিবিআই তলবের দিনই শওকত মোল্লাকে পিঠ চাপড়ে প্রশংসা মমতার
- Reported by:Arpita Hazra
- news18 bangla
- Published by:Satabdi Adhikary
Last Updated:
এদিন মঞ্চ থেকেই খোলাখুলি শওকতের প্রশংসা করতে দেখা যায় মমতাকে৷ তৃণমূলনেত্রী বলেন, ‘‘শওকত মোল্লাকে আমি প্রাণের চেয়ে বেশি ভালবাসি। ও দিল দিয়ে কাজ করে। বেচারা শওকতের মতো একটা ছেলেকেও মধ্যরাতে নোটিস পাঠিয়েছে, ভাবুন।’’
কলকাতা: মঙ্গলবারই সিবিআইয়ের তলব নোটিস পেয়েছিলেন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা৷ নোটিসে বলা হয়েছিল, কয়লা কাণ্ডের তদন্তের স্বার্থে বুধবার তাঁকে হাজিরা দিতে হবে নিজাম প্যালেসে৷ কিন্তু, বুধবার নিজাম প্যালেসে দেখা গেল না দক্ষিণ ২৪ পরগনার এই বিধায়ককে৷ বরং তিনি উপস্থিত রইলেন বারুইপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচারসভার মঞ্চে৷ আর সেখানেই রীতিমতো তাঁর পিঠ চাপড়ে প্রশংসা করতে দেখা গেল তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে৷
এদিন মঞ্চ থেকেই খোলাখুলি শওকতের প্রশংসা করতে দেখা যায় মমতাকে৷ তৃণমূলনেত্রী বলেন, ‘‘শওকত মোল্লাকে আমি প্রাণের চেয়ে বেশি ভালবাসি। ও দিল দিয়ে কাজ করে। বেচারা শওকতের মতো একটা ছেলেকেও মধ্যরাতে নোটিস পাঠিয়েছে, ভাবুন।’’
আরও পড়ুন: দক্ষিণ কলকাতা জুড়ে মেগা রোড শো মমতার! ক’টা থেকে শুরু, বৃহস্পতিবার কোথা থেকে কতদূর পর্যন্ত পদযাত্রা? জেনে রাখুন এখনই
একই দিনে টেট দুর্নীতি কাণ্ডে তলব করা হয়েছিল বিধাননগর পুরনিগমের মেয়র পারিষদ দেবরাজ চক্রবর্তীকে৷ তৃণমূলনেত্রীর কথায় এদিন উঠে আসে সেই প্রসঙ্গও৷ মমতা বলেন, ‘‘কাল মধ্যরাতে ওকে ( শওকতকে) নোটিস পাঠিয়েছ। লজ্জা করে না? আমি বলে রাখতে চাই সিবিআই অফিসারদের মোদি বাবু থাকবেন না। ভোটের আগে এইগুলো করা যায় না। ও বাঘের বাচ্চার মতো লড়াই করে। আজ দেবরাজকেও ডেকেছে। আমি আসার আগে কমপ্লেইন করে এলাম।’’
advertisement
advertisement
আরও পড়ুন: ‘দমদমে আন্ডারস্ট্যান্ডিং শুনলাম…,’ বাম-বিজেপির চোরা জোটে কোন অঙ্ক? বিস্ফোরক অভিযোগ করলেন মমতা
তিন দিন পরে রাজ্যে সপ্তম তথা শেষ দফার ভোটগ্রহণ। তার আগেই তলব করা হল শওকত মোল্লাকে। যদিও এদিন হাজিরা এড়িয়ে যান তিনি। সূত্রের খবর, তিনি সিবিআইকে জানিয়েছেন, তাঁর পূর্ব নির্ধারিত রাজনৈতিক কর্মসূচি ছিল। সেইকারণে সিবিআই দফতরে আসতে পারেননি তিনি। অন্যদিকে, একই কারণ জানিয়ে সিবিআই দফতরে যাননি দেবরাজও৷
advertisement
উল্লেখ্য, কয়লা পাচার মামলায় একাধিকবার জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে শওকতকে। হাজিরাও দিয়েছেন তিনি।
view commentsLocation :
West Bengal
First Published :
May 29, 2024 9:22 PM IST








