Lok Sabha Elections 2024: তাপস রায়ের বাড়ির সামনেই মমতার সভা! সপ্তম দফা ভোটের আগে উত্তর কলকাতায় চড়ছে পারদ
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
বৃহস্পতিবার সেই তাপস রায়ের বাড়ির সামনেই সভা করতে চলেছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এদিন বিকেলে বউবাজারে ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সামনে সুদীপ বন্দোপাধ্যায়ের সমর্থনে হবে এই সভা। আর সেই সভামঞ্চে উপস্থিত থাকার কথা কুণাল ঘোষেরও৷ আর এখানেও রয়েছে জল্পনা৷
কলকাতা: আগামী ১ জুন উত্তর কলকাতায় ভোট৷ আর প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় ও বিজেপি প্রার্থী তাপস রায়ের দৌলতে এবার ভোটের বাজারে বাড়তি গুরুত্ব পেতে চলেছে এই কেন্দ্র৷ দলের অন্দরে বিক্ষোভ থেকে শুরু করে কাঙ্খিত কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করতে না পারা৷ সব মিলিয়ে লোকসভা নির্বাচনের ঠিক আগে বড় পদক্ষেপ নিয়েছিলেন ক্ষুব্ধ তাপস রায়৷ তৃণমূল থেকে পদত্যাগ করে শুভেন্দু অধিকারীর হাত ধরে যোগ দিয়েছিলেন পদ্ম শিবিরে৷ বলাবাহুল্য, ফুল বদলের পরে পছন্দের উত্তর কলকাতা আসন থেকেই বিজেপির টিকিটে লোকসভা প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি৷
বৃহস্পতিবার সেই তাপস রায়ের বাড়ির সামনেই সভা করতে চলেছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এদিন বিকেলে বউবাজারে ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সামনে সুদীপ বন্দোপাধ্যায়ের সমর্থনে হবে এই সভা। আর সেই সভামঞ্চে উপস্থিত থাকার কথা কুণাল ঘোষেরও৷ আর এখানেও রয়েছে জল্পনা৷
advertisement
advertisement
আরও পড়ুন: প্রেস্টিজ ফাইট কাঁথি-তমলুক! আজ শেষ প্রচারে হোম গ্রাউন্ডে শুভেন্দু অধিকারী
রাজনৈতিক মহলে জোর জল্পনা, ক’দিন আগেই একটি অরাজনৈতিক মঞ্চে পাশাপাশি দেখা গিয়েছিল বিজেপি প্রার্থী তাপস রায় এবং তৃণমূলনেতা কুণাল ঘোষকে। যা ঘিরে বিতর্ক শুরু হয়।
সূত্রের খবর, সেই কারণে বৃহস্পতিবারের সভায় কুণালকে থাকার জন্য নির্দেশ দিয়েছেন দলের শীর্ষ নেতৃত্ব। সভার আয়োজক ও তৃণমূল প্রার্থীও এবিষয়ে তাঁকে জানিয়েছেন বলে জানা গিয়েছে। তাই তমলুক থেকে কলকাতায় সভায় যোগ দিতে আসছেন কুণাল।
Location :
West Bengal
First Published :
May 23, 2024 12:38 PM IST