Lok Sabha Elections 2024: ভিড় ট্রেনে যাত্রীদের সঙ্গে মিশে গেলেন যাদবপুরের সিপিআইএম প্রার্থী, জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী সৃজন
- Published by:Sudip Paul
- hyperlocal
- Reported by:Suman Saha
Last Updated:
Lok Sabha Elections 2024: এবার যাদবপুর লোকসভা কেন্দ্রের বাম প্রার্থী সৃজন ভট্টাচার্য বিভিন্ন অভিনব প্রচারের মধ্যে তিনি এবার লোকাল ট্রেনে চেপে নির্বাচনী প্রচার । আজ সকাল প্রথমে গড়িয়া ষ্টেশনে প্রচার করেন।
দক্ষিণ ২৪ পরগনা : ভোট যত এগিয়ে আসছে আর ততই বাড়ছে রাজনৈতিক পারদ। গরমের সঙ্গে পাল্লা দিয়ে চলছে রাজনৈতিক প্রচার। হাতেগোনা আর কয়েকটা দিন বাকি। পয়লা জুন সপ্তম দফায় যাদবপুর লোকসভায় নির্বাচন। বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা বিভিন্ন ধরনের প্রচার করে সাধারণ মানুষের মন পাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
কেউ টোটো চালিয়ে আবার কখনও কেউ বাজারে সাধারন মানুষের সঙ্গে কথা বলতে বাজারে প্রচার করছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। এবার যাদবপুর লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী সৃজন ভট্টাচার্য বিভিন্ন লোকাল ট্রেনে চেপে নির্বাচনী প্রচার করলেন। বৃহস্পতিবার সকালে প্রথমে গড়িয়া ষ্টেশনে প্রচার করেন। প্লাটফর্মে থাকা যাত্রী, ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে ভোট প্রচার করেন। গড়িয়া ষ্টেশন সংলগ্ন এলাকাতেও জনসংযোগ করেন।
advertisement
advertisement
তারপর গড়িয়া ষ্টেশন থেকে লোকাল ট্রেনে ওঠেন। লোকাল ট্রেনে যাত্রীদের সঙ্গে কথা বলে প্রচারপর্ব সারেন তিনি। সোনারপুর ষ্টেশনে ট্রেন থেকে নেমে ফের ষ্টেশন চত্বর এলাকায় নির্বাচনী প্রচার করেন তিনি। ভোটের আর হাতে গনা কয়েকটা মাত্র দিন। সৃজন ভট্টাচার্য প্রচার করতে করতে বলেন,আমরা বিভিন্ন এলাকাতে প্রচার করতে যাচ্ছি। কিন্তু যাদের প্রতিদিন বিভিন্ন কাজে সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে যেতে হয়। তাদের সঙ্গে সেভাবে দেখা হয় না তাই আমরা মানুষকে আরও কাছে পেতে এবং সেই সমস্ত খেটে খাওয়া শ্রমজীবী মানুষের সঙ্গে কথা বলতে এবং তাদের অভাব অভিযোগ শুনতে ট্রেনে প্রচার করলাম।”
advertisement
আরও পড়ুনঃ KKR News: কোয়ালিফায়ারে কেকেআর ম্যাচে বৃষ্টি? তাহলে ফাইনালে উঠবে কোন দল! কী বলছে আইপিএলের নিয়ম
প্রচার সারা পথে নিজের জয় নিয়ে একশো শতাংশ আশাবাদী বলেও জানিয়েছেন সৃজন ভট্টাচার্য। নির্বাচনের বাকি কয়েকটি দিনে আরও বেশি করে মানুষের কাছে পৌঁছাতে এমন পদক্ষেপ আরও নেওয়া হবে বলে জানিয়েছেন যাদবপুরের সিপিআইএম প্রার্থী।
advertisement
সুমন সাহা
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
May 17, 2024 7:39 PM IST