Lok Sabha Elections 2024: ইউসুফের হয়ে বেলডাঙার মাঠে 'ব্যাট' হাতে নামলেন ইরফান, কী কাণ্ড দেখুন
- Published by:Raima Chakraborty
- hyperlocal
- Reported by:Koushik Adhikary
Last Updated:
Lok Sabha Elections 2024: বেলডাঙায় রোড-শো শেষ করেই জনসভায় যোগদান করলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন খেলোয়াড় ইরফান পাঠান।
মুর্শিদাবাদ: দাদা ও ভাই দু’জনেই আন্তর্জাতিক ক্রিকেট ময়দানে তারকা। আর সেই ভাই এবার দাদার হয়ে ব্যাট করতে মাঠে নামলেন বেলডাঙায়। বহরমপুর লোকসভা কেন্দ্রের নির্বাচন আগামী সোমবার। তার আগে শেষ মুহূর্তে ভোটের নির্বাচনী প্রচার চলছে জোরকদমে।
বহরমপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত বেলডাঙায় রোড শো শেষ করেই জনসভায় যোগদান করলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন খেলোয়াড় ইরফান পাঠান। সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইরফানের দাবি ‘ইউসুফ বিশ্বকাপ জিতেছিল এবার বহরমপুরেও জিতবে’।
আরও পড়ুন: দক্ষিণের দুই-উত্তরের দুই, হাতে সময়ও ২ ঘণ্টা! বজ্রবিদ্যুৎ-সহ প্রবল ঝড়বৃষ্টির সতর্কতা জারি আবহাওয়া দফতরের
বেলডাঙ্গার কাজিশা এলাকাতে জনসভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইরফান পাঠান বলেন, ‘ব়্যালিতে মানুষের আবেগ ও ভালবাসা যে পেয়েছি আমি এতেই খুশি। আগামী দিনে আরও ভালবাসা পাওয়া যাবে। আমার মনে হচ্ছে দ্বিতীয় বারের জন্য ক্রিকেট খেলছি। যখন আউট করি ব্যাটসম্যানকে তখন যে মানুষের উচ্ছ্বাস দেখা গ্যালারি থেকে, সেই উচ্ছ্বাস দেখা গেল রাস্তার দু’ধারে। আমার দাদা ইউসুফ পাঠান এখান থেকে জয়ী হয়ে মানুষের জন্য কাজ করুক এটাই চাইব। আমার ভাই জিতলে বহরমপুর লোকসভাতে যেমন আসবে, ঠিক সেই রকমই আমিও আসব বহরমপুরে মানুষের কাছে কাজের জন্য।’
advertisement
advertisement
তিনি আরও বলেন, ‘তবে আমার দাদা এই প্রথম পলিটিক্সে এসেছে। আজকে যে মানুষের ভরসার জায়গায় পৌঁছেছে। বহরমপুরের মানুষ ও বেলডাঙার মানুষ রাস্তার দু’ধারে দাঁড়িয়ে যে ভালবাসা দিয়েছেন তাতে আমরা খুশি।’
তবে বিশ্বকাপে ভারতীয় ক্রিকেট দলের সব খেলোয়াড়রা মিলে যেমন জিতেছিল ঠিক সেই ভাবেই বহরমপুর লোকসভা আসন ও আমার দাদা ইউসুফ পাঠান জিতবে বলেই আত্মবিশ্বাসী ভাই ইরফান পাঠান।
advertisement
কৌশিক অধিকারী
Location :
Kolkata,West Bengal
First Published :
May 10, 2024 1:52 PM IST