Abhishek Banerjee: ‘বিজেপি-র ডামি ক্যান্ডিডেট’ বলে তীব্র আক্রমণ! ইউসুফকে পাশে নিয়ে অধীরের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন অভিষেক
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
অন্যান্য জায়গায় বক্তৃতা করার সময়েও কথায় কথায় অধীর চৌধুরীর বিরুদ্ধে সমালোচনায় সরব হতে দেখা যায় অভিষেককে৷ বুধবার অবশ্য তার চেয়েও এক পা এগিয়ে বিস্ফোরক মন্তব্য করতে দেখা গেল তাঁকে৷
দক্ষিণবঙ্গ: লোকসভা কেন্দ্রের নাম বহরমপুর৷ আর কে না জানে রাজ্য রাজনীতির মানচিত্রে এই বহরমপুর পরিচিত অধীর চৌধুরীর ‘গড়’ হিসাবে৷ এই ‘গড়’ ভাঙতেই এবার এই কেন্দ্রে তৃণমূল বাজি রেখে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ইউসুফ পাঠানের উপরে৷ বুধবার যাঁর সমর্থনে বহরমপুরে প্রচার সেরে গেলেন তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড এবং খুব স্বাভাবিকভাবেই তাঁর বক্তব্যের ছত্রে ছত্রে উঠে এল অধীর প্রসঙ্গ৷
অন্যান্য জায়গায় বক্তৃতা করার সময়েও কথায় কথায় অধীর চৌধুরীর বিরুদ্ধে সমালোচনায় সরব হতে দেখা যায় অভিষেককে৷ বুধবার অবশ্য তার চেয়েও এক পা এগিয়ে বিস্ফোরক মন্তব্য করতে দেখা গেল তাঁকে৷
আরও পড়ুন: ১০ দিনের মধ্যে খুন হবে কেশপুরে! হঠাৎ আশঙ্কাপ্রকাশ দেবের, কারা করছে ষড়যন্ত্র? নিশানায় কে?
এদিনের সভায় বক্তৃতার সময় অধীরকে ‘বিজেপির ডামি ক্যানডিডেট’বলে তোপ দেগেছেন অভিষেক৷ তিনি বলেন, ‘‘অধীর চৌধুরী আপনাদের ভরসাকে কীভাবে শেষ করেছেন তিলতিল করে…যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়, রাহুল গান্ধি, প্রিয়ঙ্কা গান্ধিকে পাশে বসিয়ে বলছে বিজেপিকে সরাতে হবে, সেদিন অধীর চৌধুরী বলছেন মহম্মদ সেলিমকে পাশে বসিয়ে, যে তৃণমূলকে হঠাও।’’
advertisement
advertisement
তাঁর কথায়, ‘‘উনি তো কোনওদিন বিজেপির কোনও নেতাকে বলেন না এখানে এসে দাঁড়ান। অধীর চৌধুরী হচ্ছে বিজেপি-র ডামি ক্যান্ডিডেট। অধীর চৌধুরী নিজেও ভোট দিতে যাবেন উনি নিজেও বিজেপিকে ভোট দেবেন। তৃণমূলকে দেবেন না, কংগ্রেসকে দেবেন না। আমি আরও একটা ভবিষ্যৎ বাণী করে গেলাম, অধীর চৌধুরী এখানে ৩ নম্বর হবেন। এখানে লড়াই তৃণমূলের সঙ্গে বিজেপি-র।’’
advertisement
আরও পড়ুন: অবশেষে স্বস্তির বৃষ্টি তো এল…কিন্তু এর পর! থাকবে জলঝড় না ফিরবে গরম? জেনে নিন এ সপ্তাহের সম্পূর্ণ ওয়েদার আপডেট
এমনকি, বিজেপির সঙ্গে অধীরের ‘সেটিং’ রয়েছে বলেও মন্তব্য করেন অভিষেক৷ তাঁর কটাক্ষ, ‘‘অধীর চৌধুরীকে একবারও নোটিস পাঠিয়ে ইডি, সিবিআই ডাকেনি। তাহলে সেটিং-টা কার? যেখানে রাহুল গান্ধি, সনিয়া গান্ধিকে ঘণ্টার পর ঘণ্টা ডেকে বসিয়ে রেখেছিল।….এখানে একমাত্র ইন্ডিয়ার জোট হয়নি তার কারণ অধীর চৌধুরী।’’
Location :
West Bengal
First Published :
May 08, 2024 5:11 PM IST