Lok Sabha Election Result: খাস অযোধ্যাতেই বড় হার BJP-র! সমাজবাদী পার্টির প্রার্থী জিতলেন ৫০ হাজারের বেশি ব্যবধানে

Last Updated:

Lok Sabha Election Result: লোকসভা নির্বাচনের মাস কয়েক আগে চলতি বছরের জানুয়ারিতে জাঁকজমকপূর্ণভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অযোধ্যায় রামমন্দির উদ্বোধন ও বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠা করেন।

অযোধ্যাতেও হার বিজেপির
অযোধ্যাতেও হার বিজেপির
অযোধ্যা: উত্তর প্রদেশের ফৈজাবাদ আসনে হেরে গেলেন বিজেপির প্রার্থী লাল্লু সিং। আসনটিতে জিতে গেলেন সমাজবাদী পার্টির প্রার্থী অবধেশ প্রসাদ। উত্তর প্রদেশের ফৈজাবাদে কেন্দ্রের মধ্যেই রামমন্দির অবস্থিত। ২০১৮ সালে ফৈজাবাদ জেলার নতুন নামকরণ করা হয় অযোধ্যা। তবে লোকসভার এই আসনটিকে এখনো ফৈজাবাদ বলা হয়।
লোকসভা নির্বাচনের মাস কয়েক আগে চলতি বছরের জানুয়ারিতে জাঁকজমকপূর্ণভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অযোধ্যায় রামমন্দির উদ্বোধন ও বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠা করেন। গোটা দেশজুড়ে বড় পর্দায় এই অনুষ্ঠান দেখানো হয়েছিল। বিরোধীরা অভিযোগ করেছিলেন, রামমন্দির উদ্বোধনের নামে যা হচ্ছে, তা ধর্ম নয়, বরং পুরোটাই রাজনীতি। অবশেষে সেই অযোধ্যাতেই হার স্বীকার করতে হল বিজেপিকে।
advertisement
ফৈজাবাদ এবং অযোধ্যা যজম শহর। অযোধ্যা ফৈজাবাদ লোকসভা কেন্দ্রের মধ্যেই পড়ে। রামমন্দির নির্মাণ ঘিরে নতুন রূপে সেজে উঠেছে অযোধ্যা। মন্দির উদ্বোধন নিয়ে বিতর্ক ছড়ালেও প্রচারে কোনও খামতি রাখেনি বিজেপি। কিন্তু ভোটের ফলপ্রকাশ হতেই দেখা গেল মন্দির ইস্যুতে মাইলেজ পেলেন না মোদি-যোগীরা।
advertisement
নির্বাচন কমিশনের হিসেব বলছে, ফৈজাবাদে বিজেপির প্রার্থী লাল্লু সিংয়ের থেকে সমাজবাদী পার্টির প্রার্থী অবধেশ প্রসাদ প্রায় ৫৫২২২ ভোটে এগিয়ে রয়েছেন। তবে শুধু ফৈজাবাদ নয়, গোটা উত্তর প্রদেশেই বিপর্যয় নেমে এসেছে বিজেপির। মাত্র ৩৭ আসনে এগিয়ে রয়েছে গেরুয়াশিবির। ২০১৯ সালে সেখানে বিজেপি জিতেছিল ৬২টি আসন। সেখানে ইন্ডিয়া জোট এগিয়ে ৪২ আসনে। রাহুল গান্ধি, অখিলেশ যাদব, ডিম্পল যাবদরা বিপুল ভোটে জিতেছেন। উল্টোদিকে বিজেপির মন্ত্রী স্মৃতি ইরনি অমেঠী কেন্দ্রে হেরে গিয়েছেন। কিন্তু অযোধ্যায় বিজেপি-র হার নিশ্চিতভাবে চিন্তা বাড়াবে মোদি, শাহ, যোগীদের।
বাংলা খবর/ খবর/নির্বাচন/
Lok Sabha Election Result: খাস অযোধ্যাতেই বড় হার BJP-র! সমাজবাদী পার্টির প্রার্থী জিতলেন ৫০ হাজারের বেশি ব্যবধানে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement