Lok Sabha Election 2024: যোগ্যতা অনুযায়ী চাই কর্মসংস্থান! আর কী কী দাবি নতুন ভোটারদের?

Last Updated:

Lok Sabha Election 2024: শিক্ষা ক্ষেত্রে উন্নয়ন, কর্মসংস্থানের দাবি নতুন ভোটারদের। আর কী কী দাবি তাদের জানুন।

+
প্রতীকী

প্রতীকী ছবি

পশ্চিম মেদিনীপুর: হাতেগোনা কয়েকদিন পরেই লোকসভা নির্বাচন। পক্ষ-প্রতিপক্ষ, প্রচার-পাল্টা প্রচার মিলিয়ে বেশ জমজমাট রাজ্য-রাজনীতি। সাধারণ মানুষের ভোটে জিতে কোনও একটি রাজনৈতিক দলের প্রতিনিধি সংসদে গিয়ে মানুষের হয়ে সাওয়াল করবেন। তুলে ধরবেন তার লোকসভা এলাকার নানান সমস্যার কথা। তবে নির্বাচনে ভোটার তালিকায় রয়েছে যুবরাও। যারা প্রায় ছাত্র এবং নতুন ভোটার।
স্বাভাবিকভাবে লোকসভা নির্বাচনের আগে শিক্ষাক্ষেত্রে উন্নতির দাবি জানিয়েছেন সকলে। ১৮ বছর অতিক্রম হলেই বেশিরভাগ ছেলেমেয়ে কলেজে ভর্তি হয়। সেক্ষেত্রে তাদের উপর চাপে সাংসারিক দায়বদ্ধতা এবং নিজের পড়াশোনার উন্নতি। স্বাভাবিকভাবে লোকসভা নির্বাচনের আগে যুব প্রজন্মের দাবি, পড়াশোনা চালিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রয়োজন পর্যাপ্ত বৃত্তি, যাতে পড়াশোনাটা স্বপ্ন না হয়ে বাস্তব রূপ পায়।
advertisement
advertisement
এছাড়াও বর্তমান দিনে প্রতিটি ব্লকে রয়েছে একটি করে কলেজ এবং গ্রাম কিংবা শহরে রয়েছে বিদ্যালয়ও। প্রাথমিকভাবে পড়াশোনার পরিকাঠামো থাকলেও বিভিন্ন বৃত্তিমূলক পড়াশোনাবা উচ্চতর পড়াশোনার ক্ষেত্রে যাতায়াত ব্যবস্থা সুগমের দাবি জানিয়েছেন সকলে। কেউ দ্বিতীয়বার, কেউ আবার প্রথমবার ভোট দেবে। স্বাভাবিকভাবে ভোটের নানা গল্প শুনেছে তারা কিন্তু বাস্তবে তাদের কাছে বেশ রোমাঞ্চকর ভোট দান।
advertisement
তবে ভোট দেওয়ার পরে প্রতিটি মানুষেরই দাবি থাকে। নতুন ভোটার বা যুব প্রজন্মের মূল দাবি শিক্ষা ক্ষেত্রে উন্নতি এবং কর্মসংস্থান। ছাত্রী তথা নতুন ভোটার ভাস্বতি সাহু, তপতী শী রা বলেন, নতুন ভোটার যারা হয় তারা মূলত হয় শিক্ষার্থী তাই শিক্ষা ক্ষেত্রে উন্নতি এবং কর্মসংস্থান প্রয়োজন। তবে এই দাবি কতটা সফল হয় তার আশায় সকলে।
advertisement
রঞ্জন চন্দ
view comments
বাংলা খবর/ খবর/নির্বাচন/
Lok Sabha Election 2024: যোগ্যতা অনুযায়ী চাই কর্মসংস্থান! আর কী কী দাবি নতুন ভোটারদের?
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement