Lok Sabha Election 2024: তীব্র রোদে ভোট প্রচার! গরমে বাঁচতে কী কী খাচ্ছেন প্রার্থীরা?
- Published by:Salmali Das
- hyperlocal
- Reported by:Suman Saha
Last Updated:
Lok Sabha Election 2024: রাজ্যে প্রচারপর্ব শুরু হয়ে গেলেও দক্ষিণ ২৪ পরগনার চারটি লোকসভা কেন্দ্রে ভোট অনেক দেরিতে। তাও প্রচারে খামতি রাখতে চাইছেন না কোনও প্রার্থীই। তবে তীব্রগরম পড়ছে।
দক্ষিণ ২৪ পরগনার: রাজ্যে প্রচারপর্ব শুরু হয়ে গেলেও দক্ষিণ ২৪ পরগনার চারটি লোকসভা কেন্দ্রে ভোট অনেক দেরিতে। তাও প্রচারে খামতি রাখতে চাইছেন না কোনও প্রার্থীই। তবে তীব্রগরম পড়ছে। তাই স্বাস্থ্যের দিকে নজর রেখে খাওয়া- দাওয়াতে কিছুটা বদল এনেছেন প্রার্থীরা। প্রচারে যাওয়ার সময় অধিকাংশ প্রার্থীই গাড়িতে রাখছেন মুড়ি, চিড়ে, শশা। সঙ্গে থাকছে গ্লুকোজ এবং ওআরএসের জল।
যাদবপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী রাজ্যের যুবনেত্রী সায়নী ঘোষ। রোজ সকালে নিয়ম করেই বেরতে হচ্ছে সাতটি বিধানসভা কেন্দ্রেই। সায়নী ঘোষ বলেন, হাল্কা খাবারই আমার বরাবর পছন্দ। ভাত, আমডাল, আলুভাজা হলেই হয়ে যায়। তবে জলটা বেশি খেতে হচ্ছে। সায়নী ঘোষকে অনেক সময় দলীয় বিধায়ক, কাউন্সিলারদের বাড়িতেই আহার সেরে নিতে হচ্ছে। এক কাউন্সিলার বলেন, দিদি ডাল, শাকভাজা, যে কোনও মাছ দিয়েই খাওয়া সেরে নিচ্ছেন।
advertisement
advertisement
আবার এই লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডঃ অনির্বাণ গঙ্গোপাধ্যায়েরও পছন্দ হাল্কা খাবার। তিনি বলেন, গাড়িতে চিড়ে ভাজা, মুড়ি রেখে দিয়েছি। দুপুরে কোনও কর্মীর বাড়িতে ভাত, ডাল, আলুসেদ্ধতেই খাওয়া হয়ে যাচ্ছে। যাদবপুর লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্যও সকাল থেকে প্রচারে বেরিয়ে পড়ছেন। সৃজন বলেন, আমি সর্বভুক। তবে নিজের শরীর ঠিক রাখতে হাল্কা খাওয়ার চেষ্টা করছি। ডাল, সব্জিতেই হয়ে যাচ্ছে। তবে কোনও কর্মী আমন্ত্রণ করলে একটু ভারী খাওয়াও হয়ে যাচ্ছে। আর গাড়িতে শশা রেখে দিয়েছি।
advertisement
জয়নগর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রতিমা মণ্ডল প্রচারের গাড়িতে রেখে দিচ্ছেন শশা, মুড়ি, কিছু ফল। তিনি বলেন, ডাল-ভাত আমার পছন্দের। সঙ্গে আলুভাজা দিলেই খাওয়া হয়ে যাচ্ছে। শরীর ঠিক রাখতে হবে তো। তাই মাছ খাচ্ছি না। এই কেন্দ্রের বিজেপি প্রার্থী অশোক কাণ্ডারী বলেন, কর্মীদের বাড়িতে মাছ- ডাল ভাতেই খাওয়া হয়ে যাচ্ছে। বেশি তেলের জিনিস খাচ্ছি না।
advertisement
সুমন সাহা
Location :
Kolkata,West Bengal
First Published :
April 03, 2024 8:44 PM IST