Lok Sabha Election 2024: সারপ্রাইজ! জন্মদিনে প্রচারে বেরিয়ে অভিভূত সৃজন! ভাঙড়ে বামপ্রার্থী পেলেন 'বিরাট' চমক

Last Updated:

সঙ্গে পেলেন উপহারও।‌কর্মীরা তাঁদের নিজের আঁকা ছবি প্রার্থীর হাতে তুলে দেন। সৃজন বলেন, 'কর্মীরা এভাবে আমাকে এত ভালবাসা দেবেন, তা আমি ভাবতে পারিনি।'

+
প্রচারে

প্রচারে এসে জন্মদিন পালন সৃজন ভট্টাচার্য

দক্ষিণ ২৪ পরগনা: প্রচারে এসে জন্মদিনের কেক কাটলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের বাম প্রার্থী সৃজন ভট্টাচার্য। এদিন যাদবপুর লোকসভা কেন্দ্রের ভাঙরের বামনঘাটা এলাকায় ভোটপ্রচারে এসেছিলেন তিনি। আর সেখানেই কর্মীরা তাঁকে ‘সারপ্রাইজ’ দিলেন। সঙ্গে পেলেন উপহারও।‌কর্মীরা তাঁদের নিজের আঁকা ছবি প্রার্থীর হাতে তুলে দেন। সৃজন বলেন, ‘কর্মীরা এভাবে আমাকে এত ভালবাসা দেবেন, তা আমি ভাবতে পারিনি।’
যাদবপুর লোকসভা কেন্দ্রের ভোট শেষ দফায়। তার আগে কোনওভাবেই এক ইঞ্চি মাটি ছাড়তে চাইছেন না বাম প্রার্থী সৃজন। যাদবপুর লোকসভা কেন্দ্রের প্রতিটা কোনায় কোনায় গিয়ে তিনি প্রচার সারছেন। এখনও বেশ কয়েক দিন বাকি আছে ভোট। তিনি চান, যাদবপুর লোকসভা কেন্দ্রের কোন অংশ যেন বাকি না থাকে। সমস্ত কোনায় কোনায় সব কর্মী সমর্থক এবং ভোটারদের বাড়ি পৌঁছে যাচ্ছেন।
advertisement
advertisement
যাদবপুর লোকসভা কেন্দ্রে ইতিমধ্যেই জোরকদমে নেমে পড়েছে সকল রাজনৈতিক দলের প্রার্থীরা। যাদবপুর লোকসভা কেন্দ্র কার দখলে যাবে সেই প্রশ্নের জবাব পাওয়া যাবে ৪ জুন।
view comments
বাংলা খবর/ খবর/নির্বাচন/
Lok Sabha Election 2024: সারপ্রাইজ! জন্মদিনে প্রচারে বেরিয়ে অভিভূত সৃজন! ভাঙড়ে বামপ্রার্থী পেলেন 'বিরাট' চমক
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement