Lok Sabha Election 2024: ভোট দিতে এসেই মন ভাল হয়ে যাচ্ছে, হাবড়ার মডেল বুথের ভিতর কী হচ্ছে? জানলে চমকে যাবেন!
- Published by:Riya Das
- news18 bangla
- Reported by:Rudra Narayan Roy
Last Updated:
Lok Sabha Election 2024: শিল্পী ইন্দ্রজিতের হাতে তৈরি পুজো প্যান্ডেলের আদলে তৈরি বুথেই ভোট দিলেন হাবরার এই বুথের ভোটাররা। এখন এই মডেল বুথে ভোট দিতে আসলেই প্রত্যেক ভোটারদের মন ভাল হয়ে যাচ্ছে। সকলেই বলছেন এ যেন একেবারে অন্যরকম বুথ।
উত্তর ২৪ পরগনা: শহরের দুর্গাপুজো বা বারাসাতের কালীপুজোর থিমের প্যান্ডেলকেও হার মানাচ্ছে হাবরার-এর এই ভোটগ্রহণ কেন্দ্র। শনিবার শেষ দফা লোকসভা নির্বাচনে এভাবেই মডেল বুথকে সাজিয়ে তুলেছেন খ্যাতনামা থিম শিল্পী ইন্দ্রজিৎ পোদ্দার। আর তাই সকাল থেকেই এই মডেল বুথ ঘুরে দেখার পাশাপাশি ভোট দেওয়ার জন্য ভিড় লক্ষ্য করা গেল ভোটারদের।
পরবর্তী প্রজন্মের ভোটগ্রহণের কেন্দ্র কেমন হতে পারে, পাশাপাশি ভোটের থিমকেই ফুটিয়ে তোলা হয়েছে এই প্যান্ডেলে। আর এভাবেই পুজো প্যান্ডেলের আদলে ভোটগ্রহণ কেন্দ্র তৈরি করে ভোটারদের উৎসাহ জোগাচ্ছে হাবরার এই মডেল বুথ। বারাসত লোকসভা কেন্দ্রের অন্তর্গত হাবড়া বিধানসভার হিজলপুকুর উদ্বাস্তু শিক্ষানিকেতন প্রাথমিক স্কুলে তৈরি হয়েছে এই মডেল বুথ। বাইরে থেকে দেখে মনে হচ্ছে দুর্গা বা কালীপুজোর থিমের মণ্ডপ। কিন্তু আসলে এটিকে রূপ দেওয়া হয়েছে মডেল বুথে।
advertisement
advertisement
আরও পড়ুন: শেষ দফায় এসে দাঁড়াল লোকসভা নির্বাচন! বারাণসীতে মোদি থেকে ডায়মন্ড হারবারে অভিষেক, হেভিওয়েটদের ভাগ্যপরীক্ষা আজ
ভিতরে প্রবেশের পর দেখা যাচ্ছে বয়স্ক ভোটারদের জন্য যেমন রয়েছে বিশ্রামের আধুনিক সোফা, তেমনই শারীরিক ভাবে সক্ষমদের জন্য হুইল চেয়ার, বাচ্চাদের মনোরঞ্জনের রকমারি খেলার রাইড কিড জোন, মায়েরা যাতে সদ্যোজাত শিশুদের ব্রেস্ট ফিড দিতে পারে তার জন্য আলাদা ঘর। রিফ্রেশমেন্ট জোন-সহ আরওঅনেক কিছু। যা দেখে রীতিমতো অবাক হয়ে যাচ্ছেন ভোটাররাও। ভোটারদের উৎসাহ দিতে রয়েছে সেলফি জোনও।
advertisement
আরও পড়ুন: ভোটের সকালেই উত্তপ্ত ভাঙড়! একাধিক এলাকায় বোমাবাজি, কড়া পদক্ষেপের হুঁশিয়ারি নির্বাচন কমিশনের
এই মডেল বুথে চারটি ভোট গ্রহণ কেন্দ্র হয়েছে। গত ১১ দিন ধরে প্লাই, ফাইবার টিন এবং রংয়ের ব্যবহারে ইকো ফ্রেন্ডলি জিনিস দিয়েই অতীতে সোনা ও রুপার দুর্গা বানিয়ে সাড়া ফেলে দেওয়া শিল্পী ইন্দ্রজিৎ পোদ্দার এই মডেল বুথটি তৈরি করেছেন। এখন এই মডেল বুথে ভোট দিতে আসলেই প্রত্যেক ভোটারদের মন ভাল হয়ে যাচ্ছে। সকলেই বলছেন এ যেন একেবারে অন্যরকম বুথ। যেন প্রকৃত উৎসবের আমেজেই চলছে ভোট গ্রহণ। সকাল থেকেই ভোটারদের লম্বা লাইন চোখে পড়ে এই ভোট গ্রহণ কেন্দ্রে।
advertisement
Rudra Narayan Roy
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
June 01, 2024 4:15 PM IST