Lok Sabha Election 2024: ছোলা ,গুড়, জল! গরমে ভোট প্রচারে সুস্থ থাকার পরামর্শ তৃণমূল প্রার্থীর

Last Updated:

Lok Sabha Election 2024: ছোলা এবং গুর জল প্রদান করতেও দেখা যায় তাঁকে। এছাড়াও তীব্র গরমের হাত থেকে রেহাই পেতে চিকিৎসক এই  প্রার্থী  জন সাধারণের উদ্দেশ্যে সংবাদ মাধ্যমের সামনে বেশ কিছু বার্তাও প্রদান করেছেন।

+
পুজোর

পুজোর ডালি হাতে শর্মিলা 

পূর্ব বর্ধমান: পূর্ব বর্ধমান জেলার কালনা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের শীতলাতলা এলাকায়। ঐতিহ্যশালী শীতলা মাতার পুজো দিয়ে মঙ্গলবার সকাল সাড়ে দশটা নাগাদ। দলীয় প্রচার শুরু করলেন, বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী শর্মিলা সরকার। উল্লেখ্য কালনার শীতলাতলা এলাকায় শীতলা মাতার পুজো উপলক্ষে প্রায় কয়েক লক্ষ মানুষের ভিড় হয়। রাত থেকেই পুজো দেবার জন্য বহু ভক্তবৃন্দরা ভিড় জমান এই জায়গায়।
আরও পড়ুনঃ গ্যাস সিলিন্ডারের কাছে গেছিল ছোট্ট শিশু! তারপরের ঘটনা গায়ে কাঁটা দেওয়ার মতো
সেরকমই শীতলা মাতার পুজো দেওয়ার জন্য উপস্থিত হন তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী ডাক্তার শর্মিলা সরকার। বাজনা সহযোগে হাতে পুজোর ডালি নিয়ে শীতলা মাতার মন্দিরে পুজো দিতে যান শর্মিলা সরকার। শীতলা মাতার কাছে পুজো দেওয়ার পর হাত জোড় করে তাঁকে প্রণাম করতেও দেখা যায়। পুজো দেওয়ার পর নিজের প্রচার সারেন শর্মিলা সরকার। একই সঙ্গে এখানে হাজির ভক্তবৃন্দদের উদ্দেশ্যে ছোলা এবং গুর জল প্রদান করতেও দেখা যায় তাঁকে। এছাড়াও তীব্র গরমের হাত থেকে রেহাই পেতে চিকিৎসক এই প্রার্থী জন সাধারণের উদ্দেশ্যে সংবাদ মাধ্যমের সামনে বেশ কিছু বার্তাও প্রদান করেছেন ।
advertisement
এই প্রসঙ্গে তিনি বলেন, “সব সময় চেষ্টা করতে হবে বেশি রোদ্দুরে না বেরোনোর, ছায়ায় থাকতে হবে । জল খেতে হবে এবং সঙ্গে ও আর এসরাখলে খুবই ভাল হয়। সম্ভব হলে সুতির জামাকাপড় পড়তে হবে এবং যদি ফুলহাতা পড়া যায় তাহলে খুব ভাল। ত্বক ঠিক রাখার জন্য সানস স্ক্রিন লাগানো যেতে পারে। এবং যাদের চোখের সমস্যা রয়েছে তাঁদের সানগ্লাস পরাযেতে পারে।”
advertisement
advertisement
মঙ্গলবার একটি স্থানীয় এলাকার জলছত্রের উদ্বোধনও করেন তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী ডাক্তার শর্মিলা সরকার। এদিনের এই প্রচার কর্মসূচিতে শর্মিলা সরকারের সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রীস্বপন দেবনাথ, কালনা বিধানসভার বিধায়ক দেবপ্রসাদ বাগসহ বিশিষ্ট জনেরা। শর্মিলা সরকারকে কেন্দ্র করে কর্মী সমর্থকদের মধ্যে উত্তেজনা ছিল চোখে পড়ার মত।
বনোয়ারীলাল চৌধুরী
view comments
বাংলা খবর/ খবর/নির্বাচন/
Lok Sabha Election 2024: ছোলা ,গুড়, জল! গরমে ভোট প্রচারে সুস্থ থাকার পরামর্শ তৃণমূল প্রার্থীর
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement