Lok Sabha Election 2024: দেবের ভোকাল টনিক রচনাকে, 'দিদি নং ১'-কে কী কী বিশেষ টিপস দিলেন সুপারস্টার
- Published by:Riya Das
- news18 bangla
- Reported by:Rahi Haldar
Last Updated:
Lok Sabha Election 2024: গত লোকসভায় প্যান্ডুয়াতে ঘাসফুল কে ছাপিয়ে পদ্ম ফুটেছিল। এবার দেখার এই মেগা র্যালি, সেলিব্রিটি পাঞ্চ কতটা কাজ করে ! এর প্রভাব কতটা পড়ে এবার ইভিএম মেশিনে। পদ্মের জায়গায় কি আবারও ঘাস ফুল ফুটবে তার উত্তর পাওয়া যাবে ৪ তারিখ।
হুগলি: অভিনয় জগতে রচনা ব্যানার্জি দীপক অধিকারীর থেকে সিনিয়র হলেও, রাজনীতিতে দেব রচনার থেকে অনেকটাই সিনিয়র। ঘাটালের বিদায়ী সাংসদ দেব, এবার নিজের সতীর্থকে রচনাকে ও লোকসভায় দেখতে চান এমন জানিয়েছেন খোদ দীপক অধিকারী। শনিবার রচনার সমর্থনে রোড শো করতে পান্ডুয়া আসেন দেব। দেব ও রচনার জুটিকে দেখার জন্য জনজোয়ারে ভেসেছিল পান্ডুয়ার রাজপথ।পান্ডুয়ার রাস্তায় বিকাল ৫ টা নাগাদ এসে পৌঁছান দেব। হুড খোলা সু-সজ্জিত গাড়িতে মেগা র্যালি করেন ঘাটালের প্রার্থী ও হুগলি লোকসভার দুই প্রার্থী। রাস্তায় মানুষের সঙ্গে হাত মেলান সেলফি ও তোলেন। প্রচার গাড়িতে দুই তারকা প্রার্থীকে দেখা যায় একসঙ্গে গল্প ও করতে।
দেবের সঙ্গে কি কথোপকথন হয়েছে সেই বিষয়ে রচনা ব্যানার্জি বলেন, ‘তোমায় জিততেই হবে রচনা দি’ দেবের ভোকাল টনিক রচনাকে। গরমের মধ্যে প্রচারের ফাঁকে বেশি করে জল খাওয়ার পরামর্শ দেন দেব। একই সঙ্গে দেব রচনাকে আরও বলেন মানুষের জন সমর্থন যা দেখা যাচ্ছে তাতে রচনা অনায়াসে জিতে যাবেন।
advertisement
advertisement
শনিবার বিকেল পান্ডুয়ার কলবাজার থেকে কাকলী তোলা সিনেমার কাছে পাড়ায় সাড়ে তিন কিলোমিটার রাস্তায় রোড শো হয়। দেব ও রচনার জুটিকে দেখার জন্য কাতারে কাতারে মানুষের ভিড় জমেছিল রাস্তার দুই ধারে।দেব রচনার প্রচারে ময়দানে দেব নেমেছে তাতেই বাড়তি আত্মবিশ্বাস বেড়েছে রচনার।
দেবের দেওয়া টিপস কি কি ছিল সেই বিষয়ে রচনা বলেন, দেব বলেছে সব সময় মানুষের সঙ্গে ভালভাবে মিশতে। সুখে দুঃখে সব সময় মানুষের পাশে থাকতে। সর্বদা হাসি খুশি থাকতে। বাকি মানুষের যা সমর্থন দেখা যাচ্ছে তাতে ভোট বৈতরণী পেরিয়ে যাবে রচনার এমনই আশাবাদী দেব। প্রসঙ্গত গত লোকসভায় প্যান্ডুয়াতে ঘাসফুলকে ছাপিয়ে পদ্ম ফুটেছিল। এবার দেখার এই মেগা র্যালি, সেলিব্রিটি পাঞ্চ কতটা কাজ করে ! এর প্রভাব কতটা পড়ে এবারের ইভিএম মেশিনে। পদ্মের জায়গায় কি আবারও ঘাস ফুল ফুটবে তার উত্তর পাওয়া যাবে ৪ তারিখ।
Location :
Kolkata,West Bengal
First Published :
April 28, 2024 2:51 PM IST