Lok Sabha Election 2024: দেবের ভোকাল টনিক রচনাকে, 'দিদি নং ১'-কে কী কী বিশেষ টিপস দিলেন সুপারস্টার

Last Updated:

Lok Sabha Election 2024: গত লোকসভায় প্যান্ডুয়াতে ঘাসফুল কে ছাপিয়ে পদ্ম ফুটেছিল। এবার দেখার এই মেগা র‍্যালি, সেলিব্রিটি পাঞ্চ কতটা কাজ করে ! এর প্রভাব কতটা পড়ে এবার ইভিএম মেশিনে। পদ্মের জায়গায় কি আবারও ঘাস ফুল ফুটবে তার উত্তর পাওয়া যাবে ৪ তারিখ।

+
শনিবার

শনিবার রোড শো এর ছবি

হুগলি: অভিনয় জগতে রচনা ব্যানার্জি দীপক অধিকারীর থেকে সিনিয়র হলেও, রাজনীতিতে দেব রচনার থেকে অনেকটাই সিনিয়র। ঘাটালের বিদায়ী সাংসদ দেব, এবার নিজের সতীর্থকে রচনাকে ও লোকসভায় দেখতে চান এমন জানিয়েছেন খোদ দীপক অধিকারী। শনিবার রচনার সমর্থনে রোড শো করতে পান্ডুয়া আসেন দেব। দেব ও রচনার জুটিকে দেখার জন্য জনজোয়ারে ভেসেছিল পান্ডুয়ার রাজপথ।পান্ডুয়ার রাস্তায় বিকাল ৫ টা নাগাদ এসে পৌঁছান দেব। হুড খোলা সু-সজ্জিত গাড়িতে মেগা র‍্যালি করেন ঘাটালের প্রার্থী ও হুগলি লোকসভার দুই প্রার্থী। রাস্তায় মানুষের সঙ্গে হাত মেলান সেলফি ও তোলেন। প্রচার গাড়িতে দুই তারকা প্রার্থীকে দেখা যায় একসঙ্গে গল্প ও করতে।
দেবের সঙ্গে কি কথোপকথন হয়েছে সেই বিষয়ে রচনা ব্যানার্জি বলেন, ‘তোমায় জিততেই হবে রচনা দি’ দেবের ভোকাল টনিক রচনাকে। গরমের মধ্যে প্রচারের ফাঁকে বেশি করে জল খাওয়ার পরামর্শ দেন দেব। একই সঙ্গে দেব রচনাকে আরও বলেন মানুষের জন সমর্থন যা দেখা যাচ্ছে তাতে রচনা অনায়াসে জিতে যাবেন।
advertisement
advertisement
শনিবার বিকেল পান্ডুয়ার কলবাজার থেকে কাকলী তোলা সিনেমার কাছে পাড়ায় সাড়ে তিন কিলোমিটার রাস্তায় রোড শো হয়। দেব ও রচনার জুটিকে দেখার জন্য কাতারে কাতারে মানুষের ভিড় জমেছিল রাস্তার দুই ধারে।দেব রচনার প্রচারে ময়দানে দেব নেমেছে তাতেই বাড়তি আত্মবিশ্বাস বেড়েছে রচনার।
দেবের দেওয়া টিপস কি কি ছিল সেই বিষয়ে রচনা বলেন, দেব বলেছে সব সময় মানুষের সঙ্গে ভালভাবে মিশতে। সুখে দুঃখে সব সময় মানুষের পাশে থাকতে। সর্বদা হাসি খুশি থাকতে। বাকি মানুষের যা সমর্থন দেখা যাচ্ছে তাতে ভোট বৈতরণী পেরিয়ে যাবে রচনার এমনই আশাবাদী দেব। প্রসঙ্গত গত লোকসভায় প্যান্ডুয়াতে ঘাসফুলকে ছাপিয়ে পদ্ম ফুটেছিল। এবার দেখার এই মেগা র‍্যালি, সেলিব্রিটি পাঞ্চ কতটা কাজ করে ! এর প্রভাব কতটা পড়ে এবারের ইভিএম মেশিনে। পদ্মের জায়গায় কি আবারও ঘাস ফুল ফুটবে তার উত্তর পাওয়া যাবে ৪ তারিখ।
view comments
বাংলা খবর/ খবর/নির্বাচন/
Lok Sabha Election 2024: দেবের ভোকাল টনিক রচনাকে, 'দিদি নং ১'-কে কী কী বিশেষ টিপস দিলেন সুপারস্টার
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement