Viral Song: নির্বাচনের প্রচারের নতুন উপায়! তৃণমূল প্রার্থীকে নিয়ে কবিগান? হু হু করে ভাইরাল

Last Updated:

ভোট প্রচারের মধ্যে তৃণমূল প্রার্থীকে নিয়ে বাঁধলেন গান কবিয়াল নিমাই হালদার। আর যা ইতি মধ্যেই নেট দুনিয়াতে ভাইরাল হল। 

+
নির্বাচনের

নির্বাচনের প্রচারের নতুন উপায়! তৃণমূল প্রার্থীকে নিয়ে কবিগান? হু হু করে ভাইরাল

মুর্শিদাবাদ: লোকসভা নির্বাচনের দামামা ইতিমধ্যেই বেজে গিয়েছে। চারিদিকে চলছে লোকসভা নির্বাচনের ভোট প্রচার, আর সেই ভোট প্রচারের মধ্যেই তৃণমূল প্রার্থীকে নিয়ে বাঁধলেন গান কবিয়াল নিমাই হালদার। আর যা ইতি মধ্যেই নেট দুনিয়াতে ভাইরাল হল।
নিমাই হালদার কবিয়াল হলেও তিনি প্রাক্তন পঞ্চায়েত সদস্য। তিনি গান বেঁধেছেন, তৃণমূল প্রার্থী খলিলুর রহমানকে নিয়েই। জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী খলিলুর রহমান। বিদায়ী সাংসদ খলিলুর রহমানকে আবার ও প্রার্থী করেছে শাসকদল তৃণমূল কংগ্রেস।
advertisement
advertisement
তিনি ভোটের নির্বাচনী প্রচার করছেন বিভিন্ন জায়গায়। কখনও পায়ে হেঁটে কখনও বা গাড়িতে। আর সেই ভোটের প্রচারের মধ্যেই সাধারণ মানুষকে মনোরঞ্জন দিতে তৃণমূল প্রার্থী ও খোদ তৃণমূল বিধায়ককে নিয়েই গান বাঁধলেন কবিয়াল নিমাই হালদার।
একদা খড়গ্রাম ব্লকের এস টি মোর্চার ব্লক সভাপতি নিমাই হালদার, আগে তিনি পঞ্চায়েত সদস্য ও ছিলেন। পাশাপাশি তিনি বিখ্যাত কবিয়াল হিসেবেই পরিচিত। ভোটের নির্বাচনী প্রচারের ফাঁকে সাধারণ মানুষকে শুনাচ্ছেন দুই কলি গান।
advertisement
গানে বলেছেন “তৃণমূল প্রার্থী এসেছে ও এম এল এ এসেছে, আপনাদের কাছে। খড়গ্রাম থানা উন্নয়নে কাজে ভরেছে। লক্ষীর ভাণ্ডার সবাই পেয়েছে, গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় খবর নিয়েছে।”
আর এই গানে মুগ্ধ এখন নেট দুনিয়া। সোশ্যাল মিডিয়ায় এই গান ইতি মধ্যেই বেশ ভাইরাল হয়েছে। যা প্রশংসিত হয়েছে। তবে তৃণমূলের প্রার্থী খলিলুর রহমান তার কথায়, কবিয়াল নিমাই হালদার এত সুন্দর গান পরিবেশন করতে পারার জন্য আমরাও বেশ খুশি।
advertisement
কৌশিক অধিকারী
view comments
বাংলা খবর/ খবর/নির্বাচন/
Viral Song: নির্বাচনের প্রচারের নতুন উপায়! তৃণমূল প্রার্থীকে নিয়ে কবিগান? হু হু করে ভাইরাল
Next Article
advertisement
West Bengal Weather Update: সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
  • সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ !

  • সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা

  • তবে আগামী দু’দিন রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement