Kirti Azad Dance: কীর্তির 'কীর্তি'! রাজনীতির ময়দানে প্রাক্তন ক্রিকেটারের কী কাণ্ড দেখুন
- Published by:Raima Chakraborty
- news18 bangla
- Reported by:Bonoarilal Chowdhury
Last Updated:
Kirti Azad Dance: প্রচার চলাকালীন বৃদ্ধা মহিলাদের পায়ে হাত দিয়ে প্রণাম করতে এবং হাত জোড় করে নমস্কার করতেও দেখা যায় কীর্তি আজাদকে।
পূর্ব বর্ধমান: ভারতের জনপ্রিয় সঙ্গীতশিল্পী এ আর রহমান। আর তাঁর গাওয়া অন্যতম জনপ্রিয় হিন্দি গান হল ‘জয় হো’। আর এবার এই ‘জয় হো’ গানের সুরে ক্লাব ব্যান্ডের তালে নাচতে দেখা গেল কীর্তি আজাদকে।
সামনেই লোকসভা নির্বাচন, আর এবারের লোকসভা নির্বাচনে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল মনোনীত প্রার্থী হলেন কীর্তি আজাদ। তবে রাজনীতির ময়দানে নামলেও ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার হিসেবে কীর্তি আজাদের এক আলাদা জনপ্রিয়তা রয়েছে।
আরও পড়ুন: জুনকে দেখেই জড়িয়ে ধরলেন বৃদ্ধা, তারকা প্রার্থীকে দেখে কী বললেন তিনি?
অন্যদিকে, এখনও ভোটের ফল ঘোষণা তো দূরের কথা,এখনও পর্যন্ত ভোটই হয়নি। কিন্তু তার আগেই বেশ অন্য মেজাজে দেখা গেল কীর্তি আজাদকে। এবার লোকসভা ভোটে বর্ধমান-দূর্গাপুরের তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী কীর্তি আজাদ। আর এই কীর্তি আজাদকেই ভোটের আগে শুক্রবার সম্পূর্ণ ভিন্ন মেজাজে দেখা গেল। মাথায় সাদা রঙের দলীয় টুপি, পরনে সাদা জামা এবং গলায় মালা, উত্তরীয় নিয়ে দলীয় পতাকা হাতে ব্যাপক ভাবে নাচতে দেখা গেল কীর্তি আজাদকে।
advertisement
advertisement
প্রসঙ্গত, লোকসভা ভোটে কীর্তি আজাদের নাম ঘোষণা হওয়ার পর থেকেই তিনি ব্যাপক ভাবে প্রচার চালাচ্ছেন। বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায়, বিভিন্ন গ্রামে গ্রামে ঘুরে তিনি তাঁর প্রচার সম্পন্ন করছেন। প্রচারের প্রথম থেকেই তিনি পুরো লোকসভা কেন্দ্র জুড়ে রীতিমত তিনি যেন দাপিয়ে বেড়াচ্ছেন। কখনও মন্দিরে পুজো দিতে আবার কখনও ব্যাট নিয়ে ক্রিকেট খেলতে, কখনও আবার জনপ্রিয় মিষ্টি শক্তিগড়ের ল্যাংচা ভাজতেও দেখা গিয়েছে কীর্তি আজাদকে।
advertisement
সেরকমই শুক্রবার দলীয় পতাকা হাতে ফুরফুরে মেজাজে তাঁকে নাচতে দেখা গেল। প্রত্যেকদিনের মত এদিনওবর্ধমানের ১০ নম্বর ওয়ার্ড এবং ২০ নম্বর ওয়ার্ডে কীর্তি আজাদের প্রচার অভিযান ছিল। ওয়ার্ডের বিভিন্ন জায়গায় তাঁকে প্রচার চালাতে দেখা যায়। প্রচার চলাকালীন বৃদ্ধা মহিলাদের পায়ে হাত দিয়ে প্রণাম করতে এবং হাত জোড় করে নমস্কার করতেও দেখা যায় কীর্তি আজাদকে। কীর্তি আজাদকে ঘিরে দলীয় কর্মী সমর্থকদের মধ্যে উত্তেজনা ছিল চোখে পড়ার মতো।
advertisement
বনোয়ারীলাল চৌধুরী
Location :
Kolkata,West Bengal
First Published :
April 12, 2024 4:33 PM IST