Dilip Ghosh: 'দিলীপ ঘোষকে হাসপাতালে ভর্তি করা প্রয়োজন', কেন পরামর্শ দিলেন কীর্তি আজাদ?

Last Updated:

এবার মেদিনীপুরের চেনা জমিতে আর ভোট যুদ্ধে নেই দিলীপ ঘোষ। দলের নির্দেশে তাঁকে লড়তে হচ্ছে বর্ধমান-দুর্গাপুর লোকসভা আসন থেকে।

দিলীপের সমালোচনায় কীর্তি৷
দিলীপের সমালোচনায় কীর্তি৷
বর্ধমান: দিলীপ ঘোষ মানসিক ভারসাম্য হারিয়েছেন। হাসপাতালে গিয়ে তাঁর চিকিৎসা করানো প্রয়োজন। সমাজে তাঁদের থাকার কোনও অধিকার নেই। মঙ্গলবার বর্ধমানে এই মন্তব্য করলেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কীর্তি আজাদ। এই আসনে দিলীপ ঘোষকে প্রার্থী করেছে বিজেপি।
এদিন তিনি সাংবাদিকদের কাছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কটূক্তি করেছেন বলে অভিযোগ। তাতে সরগরম রাজ্য রাজনীতি। তৃণমূল কংগ্রেস এ বিষয়ে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়েছে। দিলীপ ঘোষের এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে এবার তাঁর চরম নিন্দা করলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী কীর্তি আজাদ।
advertisement
advertisement
বর্ধমানে কীর্তি আজাদ বলেন, ‘দিলীপ ঘোষ সহ বিজেপি নেতৃত্বের মানসিকতা ক্রমশ নিম্নগামী হচ্ছে। তারা প্রতিদিনই নারী শক্তির  অপমান করছে। দিলীপ ঘোষ আগেই দুর্গা মায়ের অপমান করেছেন। এরপর আবার তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অপমান করলেন। আসলে ভারতীয় জনতা পার্টির নেতাদের আচরণ জমিদারদের মতো। তারা ছাড়া যেন আর কেউ নেই। কোনও দিনই নারী জাতির প্রতি তাদের সম্মান নেই। তাই মুখে যা আসে তাই বলে ফেলেন। তারা মাতৃশক্তিকে সম্মান জানাতে পারে না। তাদের মানসিকতার পরিবর্তন জরুরি।’
advertisement
এবার মেদিনীপুরের চেনা জমিতে আর ভোট যুদ্ধে নেই দিলীপ ঘোষ। দলের নির্দেশে তাঁকে লড়তে হচ্ছে বর্ধমান-দুর্গাপুর লোকসভা আসন থেকে। দোলের দিন থেকেই প্রচারে ঝাঁপিয়েছেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। বেনজির মন্তব্যের মাধ্যমে বারে বারেই খবরে আসেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। বর্ধমানের মাটিতে পা দিয়েই তিনি বলেন, ‘আমি বোলার নই, বল দেখি। প্রথম বলেই তো ছক্কা হাঁকালাম।” বর্ধমান দুর্গাপুরও তাঁর চেনা মাঠ বলে দাবি করেছিলেন দিলীপ ঘোষ।
advertisement
সেই বিজেপি প্রার্থীর বেফাঁস মন্তব্যকে লুজ বল হিসেবেই খেললেন বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার তৃণমূল কংগ্রেস প্রার্থী কীর্তি আজাদ। এদিন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ ও তৃণমূল কংগ্রেস প্রার্থী কীর্তি আজাদ দুজনেই বর্ধমান শহরে ছিলেন। নিজেদের মতো করে জনসংযোগ করেন তাঁরা।
view comments
বাংলা খবর/ খবর/নির্বাচন/
Dilip Ghosh: 'দিলীপ ঘোষকে হাসপাতালে ভর্তি করা প্রয়োজন', কেন পরামর্শ দিলেন কীর্তি আজাদ?
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement