US President Joe Biden: ফের আমেরিকায় প্রেসিডেন্ট পদে প্রার্থী হচ্ছেন, ঘোষণা করলেন জো বাইডেন

Last Updated:

US President Joe Biden: বাইডেন জানিয়ে দিলেন, ২০২৪-এর প্রেসিডেন্ট নির্বাচনে তিনি নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় থাকছেন পুরোদমে।

ওয়াশিংটন (আমেরিকা) : আবার প্রেসিডেন্ট ভোটে প্রার্থী হচ্ছেন জো বাইডেন। টুইটে নিজের এই  সিদ্ধান্ত ঘোষণা করেছেন তিনি। মার্কিন প্রেসিডেন্টদের মধ্যে ফের ভোটে দাঁড়ানোর সিদ্ধান্তের নজির অবশ্য নতুন কিছু নয়। কিন্তু একটি কারণে আমেরিকার প্রেসিডেন্টের ঘোষণায় যথেষ্ট শোরগোল ফেলে দেওয়ার বিষয় হয়ে উঠেছে। কারণ আশি বছরের বাইডেন মার্কিন যুক্তরাষ্ট্রের সব থেকে প্রবীণ প্রেসিডেন্ট।
আর এই বয়স নিয়ে আলোচনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। কিন্তু অশীতিপর বাইডেন জানিয়ে দিলেন, ২০২৪-এর প্রেসিডেন্ট নির্বাচনে তিনি নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় থাকছেন পুরোদমে। এর আগের বার ভোটে দাঁড়ানোর সময় নিজের দলের মধ্যে নির্বাচনী লড়াইয়ে জয়ী হয়ে  প্রেসিডেন্ট পদে প্রার্থী হতে হয়েছিল বাইডেনকে।
advertisement
advertisement
আগামী প্রেসিডেন্ট নির্বাচনে ফের লড়াইয়ে নামার কথা ঘোষণা করেছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যার ফলে রাজনৈতিক মহলে ফের একটি প্রশ্ন তৈরি হয়েছে, তা হলে কি আবার বাইডেন বনাম ট্রাম্প লড়াই দেখতে চলেছে পশ্চিমী দুনিয়ার উন্নত গণতন্ত্রের অন্যতম শ্রেষ্ঠ উদাহরণ মার্কিন যুক্তরাষ্ট্র?
বাইডেন নিজের টুইটার অ্যাকাউন্টে একটি ভিডিয়ো পোস্ট করেছেন। ওই ভিডিও-য় দেখা গিয়েছে বাইডেন বলছেন, ‘‘ইতিহাসের সন্ধিক্ষণে প্রত্যেক প্রজন্মের সামনেই একটা সময় আসে যখন তাদের গণতন্ত্রের জন্য অত্যন্ত স্পষ্ট অবস্থান নিতে হয়। দেশের মৌলিক স্বাধীনতাগুলি নিশ্চিত করতে একজোট হয়ে উঠে দাঁড়াতে হয়। আমি বিশ্বাস করি, এগুলিই হচ্ছে মার্কিন গণতন্ত্রের বৈশিষ্ট্য। ঠিক এজন্যই আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে আরও একবার প্রতিদ্বন্দ্বিতা করব বলে আমি সিদ্ধান্ত নিয়েছি।’’
advertisement
অত্যন্ত উল্লেখযোগ্য বিষয় হল, আমেরিকার প্রেসিডেন্টের টুইট করা ওই ভিডিওটি শুরু হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের আমজনতার কাছে হাড়হিম করা একটি ছবি দিয়ে। সেই ভিডিও-য় দেখা গিয়েছে, ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে প্রাক্তন প্রেসিডেন্ট ট্রাম্পের সমর্থকদের তাণ্ডব, লাগাতার ভাঙচুর এবং লুঠপাটের দাপট।
রাজনৈতিক বিশেষজ্ঞদের ধারণা, ইতিমধ্যে আদালতের রায়ে অভিযুক্ত ট্রাম্প যে পথে আগামী প্রেসিডেন্ট ভোটে লড়াই করার ইঙ্গিত দিচ্ছেন, তার যেন জবাব দিতেই ফ্রিডম নামের ওই ভিডিওটি পোস্ট করেছেন আমেরিকার সব থেকে প্রবীন প্রেসিডেন্ট পদের প্রার্থী জো বাইডেন।
view comments
বাংলা খবর/ খবর/নির্বাচন/
US President Joe Biden: ফের আমেরিকায় প্রেসিডেন্ট পদে প্রার্থী হচ্ছেন, ঘোষণা করলেন জো বাইডেন
Next Article
advertisement
Samir Putatunda: প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
  • প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড৷

  • ৭৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ৷

  • শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

VIEW MORE
advertisement
advertisement