হোম /খবর /বিদেশ /
৮১ বছর আগে তলিয়ে যাওয়া জাহাজের সন্ধান সমুদ্রের ১৩ হাজার ফুট গভীরে

Ship Rescued after 81 years: ইতিহাসে অন্যতম বড় সামুদ্রিক বিপর্যয়! ৮১ বছর আগে তলিয়ে যাওয়া জাহাজের সন্ধান সমুদ্রের ১৩ হাজার ফুট গভীরে

৮৪ বছর পর অবশেষে সন্ধান মিলল সেই জাহাজের

৮৪ বছর পর অবশেষে সন্ধান মিলল সেই জাহাজের

Ship Rescued after 81 years: সেই ঘটনার ৮৪ বছর পর অবশেষে সন্ধান মিলল সেই জাহাজের

  • Share this:

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার ডুবে যাওয়া জাহাজের অবশেষে হদিশ মিলল৷ তলিয়ে যাওয়া সেই জাহাজের সন্ধান পাওয়া গেল দক্ষিণ চিন সাগরের অতলে৷ সলিলসমাধি হয়ে যাওয়া সেই ‘এস এস মন্টেভিডিয়ো মারু’ জাহাজে ছিলেন ৮৬৪ জন অস্ট্রেলীয় সেনা-সহ অন্তত হাজার জন যাত্রী৷ মার্কিন ডুবোজাহাজের ধাক্কায় মন্টেভিডিয়ো মারু ডুবে গিয়েছিল ফিলিপিন্স উপকূলের কাছে৷ সেই ঘটনার ৮১ বছর পর অবশেষে সন্ধান মিলল সেই জাহাজের৷

১৯৪২ সালে পাপুয়া নিউগিনি থেকে চিনের হেনান প্রদেশের উদ্দেশে রওনা দিয়েছিল জাপানি বাণিজ্যতরী মন্টেভিডিয়ো মারু৷ ফিলিপিন্স উপকূলের কাছে মার্কিন ডুবোজাহাজের ধাক্কায় সেটি ডুবে যায়৷ অস্ট্রেলীয় সেনাদের কথা জানা গেলেও কোনও যুদ্ধবন্দি ছিলেন কিনা জানা যায়নি৷

 

তবে ওই জাহাজডুবির ঘটনায় কেউ জীবিত ছিলেন না বলেই ধারণা৷ অস্ট্রেলিয়ার ইতিহাসে এই ঘটনাকে ‘সবথেকে বড় সামুদ্রিক বিপর্যয়’ বলে চিহ্নিত করা হয়৷

 

৮১ বছর পর সেই বিস্মৃত জাহাজের সন্ধান মিলল ফিলিপিন্সের লুজন দ্বীপের উত্তরপশ্চিমে চিনসাগরের ১৩ হাজার ১২৩ ফুট গভীরে৷ সামুদ্রিক প্রত্নতত্ত্ব নিয়ে কর্মরত এক সংস্থার করা সমীক্ষাই সলিলসমাধি হওয়া জাহাজের সন্ধান দিয়েছে৷

Published by:Arpita Roy Chowdhury
First published:

Tags: Second world war, Ship