India Today-Axis My India Exit Poll: ক্ষমতায় আসছে কংগ্রেস, হিমাচলে ব্যতিক্রমী এক্সিট পোল ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস-এর!
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
India Today-Axis My India Exit Poll: ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস মাই ইন্ডিয়ার বুথ ফেরত সমীক্ষায় দেখা গেল বড় দাবি৷ যে পূর্বাভাস মিলে গেলে যথেষ্টই অস্বস্তি বাড়বে বিজেপি শিবিরের৷
#নয়াদিল্লি : দুই রাজ্যে ভোটগ্রহণ শেষ হওয়ার পর ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস মাই ইন্ডিয়ার (India Today- Axis My India Exit Poll) বুথ ফেরত সমীক্ষায় দেখা গেল বড় দাবি৷ যে পূর্বাভাস মিলে গেলে যথেষ্টই অস্বস্তি বাড়বে বিজেপি শিবিরের৷ হিমাচলে কংগ্রেসকে এগিয়ে রাখছে এই সমীক্ষা। শেষ পর্যন্ত এই পূর্বাভাস মেলে কি না, তা অবশ্য জানা যাবে আগামী ৮ ডিসেম্বর ফল প্রকাশের পরেই।
হিমাচল প্রদেশের বিধানসভা নির্বাচনে ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস মাই ইন্ডিয়া সমীক্ষা ৬৮-সদস্যের হিমাচল প্রদেশ বিধানসভার ফলাফলে প্রতিযোগিতার পূর্বাভাস দিয়েছে। এই বুথফেরত সমীক্ষায় দাবি, বিজেপি হিমাচল প্রদেশে ২৪ থেকে ৩৪ আসন জিততে পারে। অন্যদিকে এই সমীক্ষার বিচারে কংগ্রেস ৩০ থেকে ৪০ বিধানসভা আসনে জয়ের দাবি করতে পারে হিমাচল প্রদেশে। তবে দাঁত ফোটাতে পারবে না অরবিন্দ কেজরিওয়ালের আপ।
advertisement
Himachal Pradesh: Is Old Pension Scheme a big issue? Here's what Chairman & MD of @AxisMyIndia @PradeepGuptaAMI said.
Women voters have been impacted by price rise in Himachal: @Rahulshrivstv #IndiaTodayExactPoll #ExitPoll @rahulkanwal #HimachalPradesh @sardesairajdeep pic.twitter.com/kJYyv3giVd — IndiaToday (@IndiaToday) December 5, 2022
advertisement
advertisement
অপরদিকে, ১৮২ সদস্যের গুজরাত বিধানসভার জন্য ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস মাই ইন্ডিয়া পোলের ভবিষ্যদ্বাণী শীঘ্রই প্রকাশিত হবে। গুজরাতে বিজেপি ক্ষমতাসীন, কিন্তু আম আদমি পার্টি, রাজ্যের রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন মুখ। রাজ্য বিধানসভা নির্বাচনে কঠিন লড়াইয়ের আশা করছে এই বিধানসভাতেও।
advertisement
এরইমধ্যে গুজরাতে এক্সিট পোলের অন্যান্য একাধিক বিভিন্ন সংস্থার বুথ ফেরত সমীক্ষা পোল আসতে শুরু করেছে। এখনও পর্যন্ত যে তিনটি এক্সিট পোল সামনে এসেছে মোদি-শাহের রাজ্যের নির্বাচনের তাতে দেখা যাচ্ছে বিজেপি ফের ক্ষমতায় আসতে চলেছে এই রাজ্যে। ১৮২ আসনের গুজরাত বিধানসভার ম্যাজিক ফিগার ৯২।
view commentsLocation :
First Published :
December 05, 2022 8:04 PM IST
