• HOME
  • »
  • NEWS
  • »
  • elections
  • »
  • HIMACHAL PRADESH ELECTION RESULTS 2022 LIVE GET ALL UPDATES OF ELECTION COUNTING DAY SUM
liveLIVE NOW

Himachal Pradesh Election Results 2022 LIVE: নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে হিমাচলে এগিয়ে কংগ্রেস, অনেক পিছিয়ে বিজেপি

হিমাচলে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত পাওয়া গিয়েছে বিভিন্ন বুথ ফেরত সমীক্ষায় ৷

  • News18 Bengali
  • | December 08, 2022, 14:03 IST
    facebookTwitterLinkedin
    LAST UPDATED 6 MONTHS AGO

    AUTO-REFRESH

    HIGHLIGHTS

    Dec 8, 2022 13:19 (IST)

    এখনও পর্যন্ত পাওয়া ট্রেন্ড অনুযায়ী, কংগ্রেস এগিয়ে ৩৮টি আসনে। বিজেপি এগিয়ে ২৭টি আসনে।

    Dec 8, 2022 12:47 (IST)

    উচ্ছ্বাস শুরু কংগ্রেস শিবিরে

    Dec 8, 2022 12:47 (IST)

    উচ্ছ্বাস শুরু কংগ্রেস শিবিরে

    Dec 8, 2022 12:27 (IST)

    হিমাচলে ঘোড়া কেনাবেচার ভয় কংগ্রেসে, জয়ী বিধায়কদের অন্যত্র সরাতে পারে কংগ্রেস নেতারা

    Dec 8, 2022 12:08 (IST)

    এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, কংগ্রেস এগিয়ে ৩৮টি আসনে। বিজেপি এগিয়ে ২৭টি আসনে। ম্যাজিক ফিগার পার অনেক আগেই করেছে কংগ্রেস।

    Dec 8, 2022 11:33 (IST)

    Himachal Election Result 2022: হিমাচলে ম্যাজিক ফিগার পার কংগ্রেসের, এগিয়ে ৩৯টি আসনে, বিজেপি ২৬টিতে

    Dec 8, 2022 11:25 (IST)

    হিমাচল প্রদেশের সুন্দেরনগর আসন থেকে জিতলেন বিজেপি প্রার্থী রাকেশ কুমার।

    Dec 8, 2022 11:06 (IST)

    Himachal Election Result 2022: হিমাচলে এগিয়ে গেল কংগ্রেস। বেলা ১১টা ৫ মিনিটের আপডেট পর্যন্ত কংগ্রেস এগিয়ে ৩৬টি আসনে। বিজেপি ২৯টি আসনে। অন্যান্য ৩ টি আসনে।

    Dec 8, 2022 10:59 (IST)

    সিমলা গ্রামীণ আসন থেকে এগিয়ে কংগ্রেস। এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী কংগ্রেস এগিয়ে ৭ হাজারের বেশি ভোটে।

    Dec 8, 2022 10:54 (IST)

    Himachal Election Result 2022: সকাল ১০টা ৫০ মিনিট পর্যন্ত আপডেট অনুযায়ী, কংগ্রেস এগিয়ে ৩৩টি আসনে। বিজেপি এগিয়ে ৩২টি আসনে। অন্যান্য ৩টি আসনে।

    দেহরাদুন: হিমাচল প্রদেশের ভোটে বজায় থাকে পাঁচ বছর অন্তর পালাবদলের ধারা। সে রাজ্যে ক্ষমতায় রয়েছে বিজেপি। এবারও কি তাহলে বদল হয়ে যাবে শাসকের গদি ? গত কয়েক বছরের উন্নয়ন বা অবনয়ন নিয়ে পাহাড়ি ভোটারদের রায় কী? সেই আভাস কিছুটা মিলেছে বিভিন্ন সংস্থার বুথ ফেরত সমীক্ষায়। এদিকে দিল্লিতে হারলেও বুথফেরত সমীক্ষার ফল যে সঠিক পূর্বাভাস দিতে ব্যর্থ, সেই সূত্র ধরেই হিমাচলের দিকে তাকিয়ে রয়েছে বিজেপি। হিমাচলে হাড্ডাহাড্ডি লড়াইয়ের যে ইঙ্গিত দেওয়া হয়েছে, তা কতটা সত্যি হবে তা নিয়ে সরব হয়েছেন বিজেপি নেতারা। রাজ্যের মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা জয়রাম ঠাকুর আজ ফের দাবি করেছেন, হিমাচলে অনায়াসে জিতবে বিজেপি। তা না হলে তিনটি নির্বাচনের মধ্যে দু’টিতে হার যে বিরোধীদের প্রশ্ন তোলার সুযোগ করে দেবে, তা ভালমতোই বুঝতে পারছেন বিজেপি নেতারা।