Himachal Pradesh Election Results 2022 LIVE: নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে হিমাচলে এগিয়ে কংগ্রেস, অনেক পিছিয়ে বিজেপি

Last Updated:

হিমাচলে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত পাওয়া গিয়েছে বিভিন্ন বুথ ফেরত সমীক্ষায় ৷

দেহরাদুন: হিমাচল প্রদেশের ভোটে বজায় থাকে পাঁচ বছর অন্তর পালাবদলের ধারা। সে রাজ্যে ক্ষমতায় রয়েছে বিজেপি। এবারও কি তাহলে বদল হয়ে যাবে শাসকের গদি ? গত কয়েক বছরের উন্নয়ন বা অবনয়ন নিয়ে পাহাড়ি ভোটারদের রায় কী? সেই আভাস কিছুটা মিলেছে বিভিন্ন সংস্থার বুথ ফেরত সমীক্ষায়। এদিকে দিল্লিতে হারলেও বুথফেরত সমীক্ষার ফল যে সঠিক পূর্বাভাস দিতে ব্যর্থ, সেই সূত্র ধরেই হিমাচলের দিকে তাকিয়ে রয়েছে বিজেপি। হিমাচলে হাড্ডাহাড্ডি লড়াইয়ের যে ইঙ্গিত দেওয়া হয়েছে, তা কতটা সত্যি হবে তা নিয়ে সরব হয়েছেন বিজেপি নেতারা। রাজ্যের মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা জয়রাম ঠাকুর আজ ফের দাবি করেছেন, হিমাচলে অনায়াসে জিতবে বিজেপি। তা না হলে তিনটি নির্বাচনের মধ্যে দু’টিতে হার যে বিরোধীদের প্রশ্ন তোলার সুযোগ করে দেবে, তা ভালমতোই বুঝতে পারছেন বিজেপি নেতারা।
বাংলা খবর/ খবর/নির্বাচন/
Himachal Pradesh Election Results 2022 LIVE: নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে হিমাচলে এগিয়ে কংগ্রেস, অনেক পিছিয়ে বিজেপি
Next Article
advertisement
Durga Puja 2025: শারদ আনন্দ ছুঁয়ে যাবে ওঁদেরকেও, প্রকাশিত হল পুজো মণ্ডপের ব্রেইল গাইড!
শারদ আনন্দ ছুঁয়ে যাবে ওঁদেরকেও, প্রকাশিত হল পুজো মণ্ডপের ব্রেইল গাইড!
  • চোখের দৃষ্টিতে যাঁদের শুধুই অন্ধকার, তাঁদের জন্য অনুভূতিই সব। শারদোৎসবের আমেজ-উদ্দীপনায় তাঁরা যাতে পিছিয়ে না পড়েন, তার জন্য নেওয়া হল অভিনব উদ্যোগ।

VIEW MORE
advertisement
advertisement