Himachal Assembly Election 2022: হিমাচলে গণতন্ত্রের সেলিব্রেশন! ২০২২ বিধানসভা নির্বাচনে রেকর্ড ভোট: নির্বাচন কমিশন

Last Updated:

Himachal Assembly Election 2022: রাজ্যের বর্তমান শাসক দল বিজেপি খানিকটা অস্বস্তিতে। আগামী ৮ ডিসেম্বর ফল প্রকাশ হলেই সব পরিষ্কার হবে।

হিমাচলে গণতন্ত্রের উৎসবে রেকর্ড!
হিমাচলে গণতন্ত্রের উৎসবে রেকর্ড!
#সিমলা : সাদা বরফে ঘেরা পাহাড়। তাপমাত্রা নেমেছে মাইনাস ৭ ডিগ্রি। মাটি থেকে ১৫ হাজার ২৬৫ ফুট উঁচু। কনকনে শীত। সেই পরিবেশেই স্থানীয় আদিবাসী পোশাকে কয়েক কিলোমিটার হেঁটে ভোট দিয়েছেন হিমাচলপ্রদেশের স্পিতি জেলায় ত্যাশিগ্যাংয়ের বাসিন্দারা। আর গণতন্ত্রের সেই উৎসব সফল হয়েছে যার প্রতিফলন হয়েছে ভোটবাক্সে। নির্বাচন কমিশন জানিয়েছে এবছর হিমাচল প্রদেশ বিধানসভা নির্বাচনে রেকর্ড সংখ্যক ভোট পড়েছে। সব মিলিয়ে এবার হিমাচলপ্রদেশে ৭৫ শতাংশ ভোট পড়েছে।
নির্বাচন কমিশনার রাজীব কুমার জানান, ১০ হাজার ফুট উচ্চতার উপরে ১০০টি ভোটগ্রহণ কেন্দ্র ছিল এই রাজ্যে। সেখানে ভোটের হার খুব ভাল। উচ্চতার সর্বোচ্চ শিখরেও মানুষ ভোট দেওয়াকে উপভোগ করেছে। সবচেয়ে বেশি ভোট পড়েছে শিরমাউর জেলায়। সেখানে ভোট পড়েছে ৭৯.৬২ শতাংশ।
advertisement
advertisement
সাধারণত, বেশি ভোট পড়লে ‘অ্যান্টি ইনকাম্বেন্সি’ অর্থাৎ প্রতিষ্ঠান বিরোধী ভোট দেখা যায়। তাই এই রাজ্যের বর্তমান শাসক দল বিজেপি খানিকটা অস্বস্তিতে। আগামী ৮ ডিসেম্বর ফল প্রকাশ হলেই সব পরিষ্কার হবে।
advertisement
প্রসঙ্গত, এর আগে ২০১৭ সালে হিমাচল প্রদেশের বিধানসভা নির্বাচনে সর্বোচ্চ ভোট পড়েছিল ৭৪.৬১ শতাংশ। যে ঘটনায় শাসক কংগ্রেসকে সরিয়ে দিয়ে সেখানে মানুষ ক্ষমতায় এনেছিল বিজেপিকে। ২০০৩ সালে বিজেপি-এইচভিসি সরকার ভোটে হেরে যায়। সেবছর হিমাচলে ভোট পড়েছিল সর্বোচ্চ ৭৩ শতাংশ। এরপর এবার আবার ব্যাপক ভোট বাড়ায় স্বাভাবিকভাবেই বিজেপি (bjp) শিবিরের চিন্তা বেড়েছে।
view comments
বাংলা খবর/ খবর/নির্বাচন/
Himachal Assembly Election 2022: হিমাচলে গণতন্ত্রের সেলিব্রেশন! ২০২২ বিধানসভা নির্বাচনে রেকর্ড ভোট: নির্বাচন কমিশন
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement