Gujarat Assembly Elections Result: বিপুল ভোটের মার্জিন! আপ প্রার্থীকে পিছনে ফেলে এগিয়ে হার্দিক প্যাটেল

Last Updated:

Gujarat Assembly Elections Result 2022: গুজরাতে গেরুয়া ঝড়ের পূর্বাভাস দেখা গেলেও দলের পতিদার সম্প্রদায়ের অন্যতম মুখ হার্দিক প্যাটেল গণনার প্রথম কয়েকটি রাউন্ডে কড়া চ্যালেঞ্জের মুখে পড়েছিলেন।

#বীরাগ্রাম: গুজরাতে বিধানসভা নির্বাচনের প্রাথমিক ফলাফল আসতে শুরু করেছে। এখনও পর্যন্ত যা ইঙ্গিত, তাতে দেখা যাচ্ছে বিজেপি এগিয়ে ১৫৯টি আসনে। কংগ্রেস এগিয়ে ১৫টি আসনে। আম আদমি পার্টি ৫টি আসনে এগিয়ে। অন্যান্যরা এগিয়ে ৩টি আসনে।
গুজরাতে গেরুয়া ঝড়ের পূর্বাভাস দেখা গেলেও দলের পতিদার সম্প্রদায়ের অন্যতম মুখ হার্দিক প্যাটেল গণনার প্রথম কয়েকটি রাউন্ডে কড়া চ্যালেঞ্জের মুখে পড়েছিলেন। যদিও গণনার রাউন্ড যত বেড়েছে, ততই ব্যবধান বাড়িয়েছেন হার্দিক।
২০১৭ বিধানসভা নির্বাচনে বড় ধাক্কা খেয়েছিল বিজেপি। ৯৯টি আসনে আটকে গিয়েছিল পদ্ম শিবির। কংগ্রেস পেয়েছিল ৭৭টি। বিজেপির আসন কমার পিছনে পতিদার সম্প্রদায়ের আন্দোলনের প্রভাব দেখেছিলেন অনেকে। পতিদার সম্প্রদায়ের নেতা হার্দিক প্যাটেল লাগাতার আন্দোলন চালিয়েছিলেন বিজেপির বিরুদ্ধে। পরে তিনি কংগ্রেস যোগ দেন।
advertisement
advertisement
কিন্তু গুজরাত বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে সামিল হন হার্দিক প্যাটেল। বীরাগ্রাম আসন থেকে এবারের নির্বাচনে প্রার্থী হয়েছেন তিনি। কিন্তু তাঁকে কড়া লড়াইয়ের মধ্যে ফেলেছেন এই আসনের আপ প্রার্থী। প্রথম গণনায় আপ প্রার্থী পেয়েছেন ৩,১৩০টি ভোট। হার্দিক প্যাটেল পেয়েছেন ২,৯৬১টি ভোট।
advertisement
দ্বিতীয় রাউন্ডে কিছুটা এগিয়ে হার্দিক প্যাটেল পেয়েছেন ৬,৭২০টি ভোট। আপ পেয়েছে ৬,৩৪০টি ভোট। গুজরাতের এই আসনে লড়ছেন ১৪ জন প্রার্থী। ১২ রাউন্ড শেষে হার্দিক প্যাটেল পেয়েছেন ৪৩,০১৪টি ভোট। আপ পেয়েছে ২৫,৫৩০টি ভোট।
এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, বিরাট অঙ্কের জয়ের পথে বিজেপি। তথ্য অনুযায়ী, বিজেপি পেয়েছে ১৫৯টি আসন, কংগ্রেস ১৫টি, আপ ৫টি, অন্যান্য ২টি।
বাংলা খবর/ খবর/নির্বাচন/
Gujarat Assembly Elections Result: বিপুল ভোটের মার্জিন! আপ প্রার্থীকে পিছনে ফেলে এগিয়ে হার্দিক প্যাটেল
Next Article
advertisement
Primary Recruitment Case: রাজ্যের মন্ত্রীর হাত ধরেই এসেছে ১২ কোটি টাকা! প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে বিস্ফোরক ইডি! এবার কী হবে চন্দ্রনাথের?
রাজ্যের মন্ত্রীর হাত ধরেই এসেছে ১২ কোটি টাকা! প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে বিস্ফোরক ইডি
  • প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় আরও বিপাকে মন্ত্রী চন্দ্রনাথ সিনহা

  • ইডির দাবি, চন্দ্রনাথ সিনহার মাধ‍্যমেই এই দুর্নীতিতে এসেছে ১২ কোটি ৭২ লক্ষ

  • তাপস-কুন্তল-শান্তনু এই ত্রয়ীর চক্রে জড়িত ছিলেন চন্দ্রনাথ সিনহা, দাবি ইডির

VIEW MORE
advertisement
advertisement