গুজরাত-হিমাচলের বিধানসভা নির্বাচনের এক্সিট পোল, নজর রাখুন
- Published by:Suvam Mukherjee
Last Updated:
Exit Poll: একটু পরেই গুজরাত এবং হিমাচল প্রদেশের নির্বাচনের এক্সিট পোল। যাবতীয় আপডেট সন্ধ্যা সাড়ে ৬টার পরেই আসতে শুরু করবে।
#গুজরাত: একটু পরেই গুজরাত এবং হিমাচল প্রদেশের বিধানসভা নির্বাচনের এক্সিট পোল। যাবতীয় আপডেট সন্ধ্যা সাড়ে ৬টার পরেই আসতে শুরু করবে। গুজরাতে ২৭ বছর ধরে ক্ষমতায় রয়েছে বিজেপি। এবার বিজেপিকে লড়াই দিতে তৈরি কংগ্রেস। প্রথমবার গুজরাতে কড়া লড়াই দিতে চায় আম আদমি পার্টিও।
অন্যদিকে, হিমাচল প্রদেশের ক্ষমতাও ধরে রাখতে চায় বিজেপি। ৫ বছর পর পর সরকার বদলের রেওয়াজ আছে হিমাচল প্রদেশে। বিজেপি এবং কংগ্রেসের পাশাপাশি লড়াইয়ে রয়েছে আপও।
ডিসেম্বরের ১ তারিখ গুজরাতে হয়েছিল প্রথম দফার নির্বাচন। ৮৯টি আসনে হয়েছিল ভোটগ্রহণ। সেই সময়ে মোট ভোট পড়েছিল ৬৩.৩১ শতাংশ। গুজরাতে দ্বিতীয় দফার ভোটে বিকাল ৫টা পর্যন্ত ভোট পড়েছে ৬৭ শতাংশ। দ্বিতীয় দফায় মোট ভোট হয়েছে ৯৩টি আসনে।
advertisement
advertisement
২০১৭ সালের বিধানসভা নির্বাচনে এই ৯৩টি আসনের মধ্যে বিজেপি জিতেছিল ৫১টি আসনে। কংগ্রেস পেয়েছিল ৩৯টি আসন। নির্দলরা জিতেছিলেন ৩টি আসনে। এবারের নির্বাচনে এই ৯৩টি আসনের মধ্যে বিজেপি এবং আপ সবকটি আসনেই প্রার্থী দিয়েছে। কংগ্রেস দিয়েছে ৯০টি আসনে প্রার্থী। এনসিপি দিয়েছে ২টি আসনে, বিটিপি ১২টি এবং বিএসপি ৪৪টি আসনে প্রার্থী দিয়েছে।
advertisement
হিমাচল প্রদেশে গত বিধানসভা নির্বাচনে ২০১৭ সালে হিমাচল প্রদেশে বিজেপি ৪৪টি আসনে জয়ী হয়েছিল৷ কংগ্রেস জয়ী হয় ২১টি আসনে৷ হিমাচল প্রদেশের বিধানসভায় মোট আসন সংখ্যা ৬৮৷ সংখ্যাগরিষ্ঠতা পেতে প্রয়োজন ৩৫টি আসন৷
advertisement
গুজরাত এবং হিমাচল প্রদেশে ফলাফল ঘোষণা হবে ৮ ডিসেম্বর। এবার কোন দলের মুখে হাসি ফোটে, তা জানা যাবে আগামী ৮ তারিখ। কোন দল ক্ষমতায় আসতে পারে, তা জানতে নজর রাখুন আজকের এক্সিট পোলে।
view commentsLocation :
First Published :
December 05, 2022 6:31 PM IST
