EXCLUSIVE: মোদির সফরের আগেই অনন্ত-অস্বস্তি পদ্ম শিবিরে! রাজবংশী ইস্যুতে ভোটের মুখে বিস্ফোরক বিজেপি সাংসদ অনন্ত মহারাজ
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
- Reported by:VENKATESHWAR LAHIRI
Last Updated:
পর্যবেক্ষকদের একাংশের মতে, ভোটের মুখে বিজেপি সাংসদ অনন্ত মহারাজের এভাবে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে সরব হওয়া পদ্ম শিবিরের কাছে সত্যিই অস্বস্তির।
ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কোচবিহার: অনন্ত মহারাজ। বিজেপির টিকিটে পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার সাংসদ। সেই অনন্তই ফের বিস্ফোরক। তাঁর দাবি, রাজবংশীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করেনি ইউপিএ এবং বর্তমান বিজেপি সরকার। ভোটের মুখে আবারও পদ্মে তাই অনন্ত-অস্বস্তি। ‘তৃণমূল বলছে ৫ বছরে রাজবংশীদের জন্য বিজেপি কিছু করেনি। কী বলবেন? নিউজ18 বাংলাকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে অনন্ত মহারাজের জবাব, ‘‘এটা তো সত্য কথা। কিন্তু কেন করেনি এটা আমি জানি না। আমার চোখে কোনও উন্নয়ন নজরে আসেনি।’’
অনন্ত মহারাজকে নিউজ18 বাংলার দ্বিতীয় প্রশ্ন ছিল, তৃণমূল কংগ্রেস বলছে চব্বিশের ভোটে রাজবংশীদের ভোট আদায়ের জন্যই অনন্ত মহারাজকে বিজেপি রাজ্যসভার সাংসদ হিসেবে মনোনীত করেছে। কী বলবেন? জবাবে অনন্ত মহারাজ শাসক দল তৃণমূল কংগ্রেসের বক্তব্যকে কার্যত সমর্থন জানিয়ে বলেন, ‘ঠিকই বলছে।’ অনন্ত মহারাজ এও বলেন, ‘‘আমাদের ইউটি ডিমান্ত নয়। কেন্দ্রশাসিত অঞ্চল সরকারের কমিটমেন্ট। আমরা স্টেট চেয়েছি। কিন্তু সে বলছে সেটা সংবিধানের ফার্স্ট সিডিউলে নেই। এটা তো স্টেট গভর্নমেন্ট করবে না। কেন্দ্রকেই করতে হবে।’’
advertisement
advertisement
পদ্ম সাংসদ অনন্ত মহারাজের চাঞ্চল্যকর দাবি, ‘‘দল বারবার বলছে আমায় চুপ থাকতে। কিন্তু আমি তো মানুষের প্রতিনিধি। আমাকে নাচানো যাবে না। মানুষ চাইলে আমি সাংসদ পদ ছেড়ে দেবো।’’ প্রসঙ্গত, কোচবিহার তথা উত্তরবঙ্গে রাজবংশী ভোট একটা বড় ফ্যাক্টর। রাজবংশীদের স্বঘোষিত মহারাজ অনন্ত রায় ওরফে অনন্ত মহারাজ। একুশের ভোটের আগে অনন্তর বাড়িতে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ২০২৩ সালে অনন্ত মহারাজকে রাজ্যসভায় পাঠায় বিজেপি। সাংসদ হিসেবে শপথ নিয়েই গ্রেটার কোচবিহারের দাবিতে সুর চড়ান অনন্ত।
advertisement
সামনে লোকসভা ভোট। আজ, বৃহস্পতিবার কোচবিহারে বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের সমর্থনে নরেন্দ্র মোদির সভা। তার ঠিক আগের দিন, অর্থাৎ বুধবার ফের বিস্ফোরক অনন্ত মহারাজ। যা নিয়ে রীতিমত অস্বস্তিতে পড়েছে গেরুয়া শিবির। পর্যবেক্ষকদের একাংশের মতেও, ভোটের মুখে বিজেপি সাংসদ অনন্ত মহারাজের এভাবে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে সরব হওয়া পদ্ম শিবিরের কাছে সত্যিই অস্বস্তির।
Location :
Kolkata,West Bengal
First Published :
April 04, 2024 9:55 AM IST