Lok Sabha elections 2024: সব বুথে কেন্দ্রীয় বাহিনী, ভোটের আগে পরেও কড়া নজরদারি! কী কী ব্যবস্থা কমিশনের?

Last Updated:

তৃতীয় দফায় ৭ মে যে চারটি কেন্দ্রে ভোটগ্রহণ রয়েছে, সেখানেও আরও ২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠাবে কমিশন৷

প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
কলকাতা: রাজ্যে দ্বিতীয় দফার ভোটগ্রহণেও একশো শতাংশ বুথেই থাকবে কেন্দ্রীয় বাহিনী৷ নির্বাচন কমিশন সূত্রে এমনই খবর৷ আগামী ২৬ এপ্রিল দ্বিতীয় দফায় উত্তরবঙ্গের তিনটি আসন রায়গঞ্জ, বালুরঘাট এবং দার্জিলিংয়ে ভোট৷
নির্বাচন কমিশন সূত্রে খবর, দ্বিতীয় দফায় মোট ২৭২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ভোটকেন্দ্রে নিরাপত্তার দায়িত্ব সামলাবে৷ এর মধ্যে দক্ষিণ দিনাজপুরের ভোটকেন্দ্রগুলির নিরাপত্তার দায়িত্বে থাকবে ৭৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী৷ রায়গঞ্জ পুলিশ জেলা এবং ইসলামপুর পুলিশ জেলায় থাকবে যথাক্রমে ৬০ এবং ৫১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী৷ দার্জিলিং পুলিশ জেলায় থাকবে ৫১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী৷ শিলিগুড়ি এবং কালিম্পং পুলিশ জেলায় যথাক্রমে ২১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা থাকবে৷
advertisement
advertisement
শুধুমাত্র ভোটের দিন নিরাপত্তার দায়িত্ব নয়, ১৯ এপ্রিল প্রথম দফায় কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি কেন্দ্রেও ভোট পরবর্তী হিংসা রুখতেও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে রাখবে কমিশন৷ পাশাপাশি ৬ কোম্পানি কাজে লাগানো হবে স্ট্রং রুমের নিরাপত্তা এবং প্রথম এবং দ্বিতীয় দফায় যে জায়গাগুলিতে ভোট হবে, সেখানে ভোট পরবর্তী হিংসা সামলানোর জন্য৷
advertisement
এর পাশাপাশি তৃতীয় দফায় ৭ মে যে চারটি কেন্দ্রে ভোটগ্রহণ রয়েছে, সেখানেও আরও ২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠাবে কমিশন৷ মালদহ উত্তর, মালদহ দক্ষিণ, জঙ্গিপুর এবং মুর্শিদাবাদ কেন্দ্রে ভোটারদের মধ্যে থেকে ভয়, ভীতি দূর করে আত্মবিশ্বাস তৈরি করার কাজ করবে কেন্দ্রীয় বাহিনী৷
view comments
বাংলা খবর/ খবর/নির্বাচন/
Lok Sabha elections 2024: সব বুথে কেন্দ্রীয় বাহিনী, ভোটের আগে পরেও কড়া নজরদারি! কী কী ব্যবস্থা কমিশনের?
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement