Didi No 1: ভোটের মধ্যেই 'দিদি নম্বর 1'-এর অডিশন? যাচ্ছেন দলে-দলে মহিলা! হুগলিতে বড় ঘটনা
- Published by:Suman Biswas
- hyperlocal
- Reported by:Rahi Haldar
Last Updated:
Didi No 1: চুঁচুড়ায় দিদি নম্বর ওয়ান রিয়েলিটি শো ঘিরে দানা বেঁধেছে বিতর্ক !
হুগলি: টেলিভিশনের অত্যন্ত জনপ্রিয় এক রিয়ালিটি শো-এর অডিশনকে ঘিরে বিতর্ক দানা বেঁধেছে হুগলির চুঁচুড়ায়। রিয়ালিটি শো-এর নাম দিদি নম্বর ওয়ান। যার সঞ্চালিকা খোদ তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। ভোটের আগে এই ধরনের অডিশন ভোটারদের প্রভাবিত করতে পারে এবং সেটি নির্বাচনী বিধি লঙ্ঘন করছে এমন অভিযোগ তোলেন বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। রচনা বন্দ্যোপাধ্যায়ের সেই দাবি নস্যাৎ করে বলেন, লকেটের অপপ্রচারে কান না দিতে।
চার দিন পর ভোট হুগলিতে। তার আগে অডিশন বিতর্ক! চুঁচুড়া রবীন্দ্র নগরে দেবীদাসতলার একটি স্টুডিওতে সকাল থেকে ভিড়। মহিলারা লাইন দিয়ে দাঁড়িয়ে নাম নথিভুক্ত করছেন। রচনা বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে দিদি নম্বর ওয়ান সিজন নাইনের অডিশন চলছে বলে হোর্ডিং লাগানো।
বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের অভিযোগ, ভোটারদের প্রভাবিত করা হচ্ছে। দিদি নম্বর ওয়ানে সুযোগ করে দেওয়ার নাম করে। তার কাছে কিছু ভিডিও এসেছে, সেখানে তৃণমূলের জন্য ভোট চেয়ে দিদি নম্বর ওয়ানে সুযোগ করে দেওয়ার কথা বলা হচ্ছে।
advertisement
advertisement
তিনি আরও বলেন, শুটিং-এর লোভ দেখিয়ে মানুষের ভোট চাওয়া হচ্ছে। অথচ আবাসের বাড়ি দেওয়া হচ্ছে না। রেশনে পোকা চাল দেওয়া হচ্ছে।মায়ের কোল খালি হয়ে যাচ্ছে। আর এই দিকে শাসক দল দিদি নম্বর ওয়ান দেখিয়ে ভোট চাইছে।
advertisement
ঘটনার প্রেক্ষিতে রচনা বন্দ্যোপাধ্যায় বলেন, দিদি নম্বর ওয়ান তিনশো পয়ষট্টি দিনের শো। ভোটের প্রচার করে কলকাতায় যাতায়াত করা সম্ভব নয়। এর মধ্যে তৃণমূলের কোনো সম্পর্ক নেই। এর মধ্যে ভোট নিয়ে কোনও ব্যাপার নেই। ভোট এসে গিয়েছে, এসব ফালতু কথা বলে নিজের ইমেজ নষ্ট করার দরকার নেই। সারাদিন প্রচার করে রাতে কাজ করছেন রচনা বন্দ্যোপাধ্যায়। আর সেই কাজেরই শুটিং হচ্ছে, কোন অডিশন হয়নি।
advertisement
—-রাহী হালদার
Location :
Kolkata,West Bengal
First Published :
May 15, 2024 7:21 PM IST