Dev vs Hiran: হিরো কে, জিরোই বা কে? প্রহর গুনছে ঘাটাল! হিরণকে টেক্কা দিতে দেবের প্ল্যান আসলে কী?

Last Updated:

Dev vs Hiran: দুই টলিউড তারকার লড়াই জমে উঠেছে এই কেন্দ্রে। ভোটের আগে দেখে নিন ঘাটাল লোকসভার খুঁটিনাটি তথ্য। 

ঘাটালে দেব বনাম হিরণ
ঘাটালে দেব বনাম হিরণ
ঘাটাল: মেদিনীপুর জেলায় মূলত দু’টি আসন। একটি মেদিনীপুর এবং একটি ঘাটাল। এছাড়াও বেশ কয়েকটি ব্লক আরামবাগ লোকসভা ও  ঝাড়গ্রাম লোকসভার অন্তর্গত থাকলেও জেলায় মূলত দুই কেন্দ্রে হিসেবে বিবেচনা করা হয়।
এবারে ঘাটাল লোকসভায় মুখোমুখি দুই প্রার্থী, বিজেপির হিরণ ওরফে হিরন্ময় চট্টোপাধ্যায় এবং তৃণমূলের বিদায়ী সাংসদ তথা তৃণমূল প্রার্থী দেব। এছাড়াও এই লোকসভা কেন্দ্র থেকে একাধিক মনোনয়ন দাখিল হলেও জোর টক্কর হবে হেভিওয়েট এই দুই প্রার্থীর মধ্যে। ঘাটাল লোকসভার মধ্যে রয়েছে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়াও।
আরও পড়ুন: মুখে আনে রুচি, গ্যাস-বদহজম-কোষ্ঠকাঠিন্যের যম এই সবজি প্রোটিনের খনি! আপনি খান তো?
এক নজরে দেখে নেওয়া যাক পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল কেন্দ্রে পুরুষ মহিলা কিংবা তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ঘাটাল লোকসভা কেন্দ্রের মোট পুরুষ ভোটারের সংখ্যা ৯৮৫২৪০ জন। অন্যদিকে, মহিলা ভোটারের সংখ্যা রয়েছে ৯৫৪৬৮৮ জন। একই সঙ্গে তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা ১৭ জন। মোট জেলায় ভোটারের সংখ্যা ১৯৩৯৯৪৫ জন।
advertisement
advertisement
আরও পড়ুন: রোজ খাবারের পাতে শসা খান? শরীরে এর ফলে কী হচ্ছে জানেন? চিকিৎসকের চমকে দেওয়া দাবি
অন্যদিকে, ৮৫ বছর বেশি বয়সী ভোটারের সংখ্যা ১১৮১৬ জন। একশো বছর ও তার বেশি বয়সী ভোটারের সংখ্যা ১০১ জন। বিশেষ ভাবে সক্ষম ভোটারের সংখ্যা ১২৪৪২ জন। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, মোট ভোট কেন্দ্রের সংখ্যা ২০৮৫ টি।জেলাজুড়ে রয়েছে মোট ১৯ টি মডেল বুথ।
advertisement
এছাড়াও ঘাটাল লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল, বিজেপি, বহুজন সমাজ পার্টি থেকে একটি করে নমিনেশন এবং অন্যান্য দল থেকে ২টি এবং ইন্ডিপেন্ডেন্ট ২টি নমিনেশন জমা পড়েছে। ঘাটাল লোকসভা কেন্দ্রে মোট ৩২০ টি স্পর্শকাতর ভোটকেন্দ্র রয়েছে। তথ্য অনুযায়ী জানা গিয়েছে, মেদিনীপুর লোকসভা কেন্দ্র ও ঘাটাল মিলিয়ে ২১৪ জন কেন্দ্রীয় বাহিনী এবং ৬৯০১ জন রাজ্য পুলিশের কর্মী নিযুক্ত থাকবেন।
advertisement
স্বাভাবিকভাবে বেশ হাড্ডাহাড্ডি হতে চলেছে এবারের নির্বাচনে। দুই দল ও কর্মী সমর্থকেরা জোর প্রচার করেছেন নির্বাচনকে কেন্দ্র করে। বিভিন্ন জায়গায় মজুত থাকবে কুইক রেসপন্স টিম থেকে পুলিশ আধিকারিকেরা। শান্তিপূর্ণ ভোট করতে বদ্ধপরিকর নির্বাচন কমিশন।
রঞ্জন চন্দ
বাংলা খবর/ খবর/নির্বাচন/
Dev vs Hiran: হিরো কে, জিরোই বা কে? প্রহর গুনছে ঘাটাল! হিরণকে টেক্কা দিতে দেবের প্ল্যান আসলে কী?
Next Article
advertisement
West Bengal Weather Update: বৃষ্টি বাড়বে পাহাড়ে ! দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন
বৃষ্টি বাড়বে পাহাড়ে ! দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন
  • বৃষ্টি বাড়বে পাহাড়ে !

  • দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement