Gautam Deb ৷৷ CPIM: ফের ভোটের ময়দানে গৌতম দেব! প্রাক্তন মন্ত্রীর কামব্যাকে চাঙ্গা সিপিএম, মিলবে ফল?

Last Updated:

গত রবিবার একই সঙ্গে দলীয় প্রার্থীদের সমর্থনে ভোটের প্রচার সারতে দেখা দেখা যায় প্রবীণ এই বাম নেতা তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রীকে।

গৌতম দেবের প্রত্যাবর্তন৷
গৌতম দেবের প্রত্যাবর্তন৷
কলকাতা: রাজনীতির আসরে ফিরছেন গৌতম দেব। উচ্ছসিত সিপিএমের নেতা কর্মী সমর্থকরা। গৌতম দেব ভোটের ময়দানে থাকলে নির্বাচনে দলের মনোবল আরও বাড়বে বলেই মনে করছে সিপিএম নেতৃত্ব। সেই কারণেই চলতি লোকসভা নির্বাচনে তাঁকে বেশকিছু কর্মসূচিতে আনা হবে বলে দলীয় সূত্রে খবর। তবে দমদম লোকসভার বাইরে তাঁকে নিয়ে যাওয়া হবে কি না, সেই বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি।
বেশ কয়েক বছর ধরেই অসুস্থ সিপিএমের প্রবীণ নেতা গৌতম দেব। তবুও ২০১১ সালে রাজ্যে পালাবদলের আগে দলকে ভোকাল টনিক দিয়ে জাগিয়ে তুলেছিলেন তিনি। এমন কি, বাম জমানার বদলের পর বিভিন্ন সময়ে তৃণমূলের বিরুদ্ধে চরম আক্রমণ শানাতে দেখা গিয়েছে সিপিএম নেতা তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী গৌতম দেবকে। তবে পরবর্তীতে শারীরিক অসুস্থতার কারণে অনেকটাই অন্তরালে চলে যান তিনি। এবার ২০২৪-এর লোকসভা নির্বাচনকে সামনে রেখে আবারও দলীয় প্রার্থীর সমর্থনে শারীরিক অসুস্থতা উপেক্ষা করেই ময়দানে স্বমহিমায় গৌতম দেব। তাঁকে দেখামাত্রই যেন নতুন অক্সিজেন এল দলীয় কর্মী সমর্থকদের মধ্যে। প্রার্থীদের সমর্থনে বক্তব্য রাখতেও দেখা যায় গৌতম দেবকে। এককথায় জনসংযোগের মধ্যমণি যেন হয়ে ওঠেন তিনিই।
advertisement
advertisement
লোকসভা নির্বাচনের শেষ পর্যায়ে অর্থাৎ আগামী ১ জুন দমদম লোকসভা কেন্দ্রে নির্বাচন। পাশাপাশি বরানগর বিধানসভা কেন্দ্রেও রয়েছে উপনির্বাচন। গত রবিবার একই সঙ্গে দলীয় প্রার্থীদের সমর্থনে ভোটের প্রচার সারতে দেখা দেখা যায় প্রবীণ এই বাম নেতা তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রীকে। লোকসভা নির্বাচনে জাতীয় কংগ্রেস সমর্থিত বাম প্রার্থী সুজন চক্রবর্তী ও বরানগর বিধানসভা উপনির্বাচনের প্রার্থী তন্ময় ভট্টাচার্যকে পাশে নিয়ে ভোট প্রচার সারেন তিনি। অসুস্থতার কারণে দীর্ঘদিন সক্রিয় রাজনীতির বাইরে। কিন্তু লোকসভা ভোটের আগে শারীরিক প্রতিবন্ধকতা উপেক্ষা করেও প্রচারে নামলেন সিপিএম নেতা ও প্রাক্তন মন্ত্রী গৌতম দেব। দমদম লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তী ও বরানগর বিধানসভা উপনির্বাচনের সিপিএম প্রার্থী তন্ময় ভট্টাচার্যর সমর্থনে প্রচার করলেন তিনি। আক্রমণ শানালেন নরেন্দ্র মোদি থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে।
advertisement
বর্ষীয়ান সিপিএম নেতা বলেন, ‘ছেলেমেয়েরা যদি চাকরি না পায়, তাহলে কী করে কী হবে? কিছুই হবে না। মোদি ও মমতা যদি বক্তৃতা দেয়, শুনতে পারবেন সেসব কথাবার্তা? কী কথা বলছেন তাঁরা? লাগামহীন যে সমস্ত খিস্তি খেউর করছে, ভোটের সময় এরা বেরোয় এবং এসব প্রচার করেছে। কী করবেন তাঁরা, সেটা আপনারা বুঝতে পারছেন না। কী তাঁদের অভিসন্ধি আছে, সেটাও বলতে পারছেন না। ফলে মানুষের থেকে বিচ্ছিন্ন হচ্ছেন তাঁরা, আরও হবেন। দমদমে সুজনকে আর বরানগরে তন্ময়কে পাঠাতে হবে, এই কাজ আপনারা করবেন।’
advertisement
সিপিএমের দুই প্রার্থীর সমর্থনে গত রবিবার সিঁথির মোড় থেকে আলমবাজার বিএসএফ ক্যাম্প পর্যন্ত মিছিল হয়। সেখানে অশক্ত শরীর নিয়েও হাজির হলেন বামফ্রন্টের প্রাক্তন মন্ত্রী গৌতম দেব। তাঁদের সমর্থনে গৌতম দেব প্রচারে নামায় উজ্জীবিত হলেন সিপিএম নেতা-কর্মীরা। দমদম লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তী বলেন, ‘যারা গণতন্ত্র প্রিয় মানুষ তাঁদের কাছে বার্তা, বাংলাকে যদি বাঁচাতে হয়, তাহলে বামপন্থার বিকল্প নেই। গৌতমদার এই বার্তাটা রাজ্যের মানুষ সমার্থক ভাবেই নেবেন। উনি তো যা যা বলেছিলেন, সব মিলে গেছে। বরানগর বিধানসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী তন্ময় ভট্টাচার্যের কথায়, ‘পরিস্থিতির মূল্যায়ন করতে ওঁর চাইতে ভাল পারেন, এমন মানুষ খুব কম আছে। এই ভয়াবহ পরিস্থিতি থেকে মুক্তির পথ যে বামপন্থা সে সম্পর্কে প্রত্যেক দিন সচেতন করার কাজ করে যাচ্ছেন।’
advertisement
সিপিএম সূত্রে খবর, শারীরিক সমস্যা না হলে অন্যান্য আরও কয়েকটি লোকসভা কেন্দ্রেও প্রচারে যেতে পারেন গৌতম দেব৷
view comments
বাংলা খবর/ খবর/নির্বাচন/
Gautam Deb ৷৷ CPIM: ফের ভোটের ময়দানে গৌতম দেব! প্রাক্তন মন্ত্রীর কামব্যাকে চাঙ্গা সিপিএম, মিলবে ফল?
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement