সময় ভাল নয় গেহলটের, এবার কংগ্রেসের সভায় ঢুকে পড়ল 'বিজেপি'র ষাঁড়

Last Updated:

ষাঁড় ঢুকতে দেখে খুব স্বাভাবিক ভাবেই আতঙ্ক ছড়িয়ে পড়ে সভাস্থলে উপস্থিত দর্শকদের মধ্যে। অনেকেই ছুটোছুটি শুরু করেন। প্রাণভয়ে সভাস্থল ছেড়ে দৌড়ও লাগান কেউ কেউ।

#গুজরাত: অশোক গেহলটের জন্য সময়টা বোধহয় খুব একটা ভাল যাচ্ছে না। একে তো সচিন পাইলটকে 'গদ্দার' বলে কংগ্রেসের অন্দরে তীব্র সমালোচিত হচ্ছেন এই প্রবীণ কংগ্রেস নেতা, তার উপরে গুজরাত বিধানসভা নির্বাচনের প্রচারে গিয়েও একটুর জন্য বিপদ থেকে রক্ষা পেলেন তিনি।
গুজরাতের আসন্ন নির্বাচনের প্রচারে সম্প্রতি মেহসানায় গিয়েছিলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট। কালো মাথার ভিড়ে ভরা সভায় প্রবীণ কংগ্রেস নেতা যখন বক্তৃতা করছেন, ঠিক সেই সময়েই ঘটল আজব দুর্ঘটনা। সভার ভিতর হেলেদুলে ঢুকে পড়লেন এক ষাঁড় বাবাজি।
advertisement
advertisement
ষাঁড় ঢুকতে দেখে খুব স্বাভাবিক ভাবেই আতঙ্ক ছড়িয়ে পড়ে সভাস্থলে উপস্থিত দর্শকদের মধ্যে। অনেকেই ছুটোছুটি শুরু করেন। প্রাণভয়ে সভাস্থল ছেড়ে দৌড়ও লাগান কেউ কেউ।
চতুর্দিকে যখন এমন বিশৃঙ্খল পরিস্থিতি, তখন মঞ্চ থেকে সকলকে শান্ত থাকার পরামর্শ দেন অশোক গেহলট। অবশেষে, সভাস্থলে উপস্থিত কংগ্রেসকর্মী তথা সভার আয়োজকেরা ষাঁড়টিকে সভাস্থল থেকে বের করে দেন।
advertisement
কিন্তু, সভাস্থলে এ ভাবে ষাঁড় মহাশয়ের ঢুকে পড়াকে মোটেও ভাল চোখে দেখেননি গেহলট। এর পিছনেও পেয়েছেন ষড়যন্ত্রের গন্ধ। সভামঞ্চে দাঁড়িয়ে তিনি দাবি করেন, এই প্রথম নয়, কংগ্রেসের সভা বানচাল করার জন্য আগেও এরকম ভাবে সভাস্থলে ষাঁড় অথবা কাক ঢুকিয়ে দিয়েছে বিজেপি। গেহলটের কথায়, "এটা বিজেপির ষড়যন্ত্র। কংগ্রেসের সভা বানচাল করার জন্য বিজেপি আগেও এরকম কারসাজি করেছে।"
advertisement
আগামী ১ ডিসেম্বর গুজরাত বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ। তার আগে মঙ্গলবার ছিল নির্বাচনী প্রচারের শেষ দিন। ১ ও ৫ ডিসেম্বর ভোটগ্রহণের পরে ৮ ডিসেম্বর হবে ভোটগণনা।
view comments
বাংলা খবর/ খবর/নির্বাচন/
সময় ভাল নয় গেহলটের, এবার কংগ্রেসের সভায় ঢুকে পড়ল 'বিজেপি'র ষাঁড়
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement