Bjp Candidate: রাস্তার বাঁকেই ঘটল ভয়াবহ ঘটনা! টোটো ভিতরে BJP প্রার্থী, হঠাৎ গেল উল্টে! তারপর...
- Reported by:RAKESH MAITY
- hyperlocal
- Published by:Suman Biswas
Last Updated:
Bjp Candidate: প্রচারে বেড়িয়ে টোটো উল্টে গুরুতর জখম বিজেপি প্রার্থী!
হাওড়া: প্রচারে বেড়িয়ে টোটো উল্টে গুরুতর জখম বিজেপি প্রার্থী! সোমবার প্রচারে বেরিয়ে টোটো উল্টে জখম হলেন উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অরুণ উদয় পাল চৌধুরী। ভোট প্রচার শুরু থেকেই জেলা জুড়ে জোর কদমে প্রচারে দেখা গিয়েছে উলুবেড়িয়া বিজেপি প্রার্থীর।
জানা যায়, সোমবার শ্যামপুরে নেতা কর্মীদের সঙ্গে নিয়ে বাছরি গ্রাম পঞ্চায়েতের দেওড়া থেকে প্রচার শুরু করেন টোটোয় চেপে। দুপুর দেড়টা নাগাদ বারগ্রাম গ্রাম পঞ্চায়েতের গাজনকোল এলাকায় টোটো টার্ন নিতে গেলে তার টোটোটি উল্টে যায়।
advertisement
advertisement
সূত্র মারফত জানা যায়, হাওয়ার দাপটে উল্টে যায়। তৎক্ষণাৎ বিজেপি কর্মী ও আশপাশের লোকজন দ্রুত তাঁকে উদ্ধার করেন। উদ্ধারের পর সেখান থেকে ফুলেশ্বরের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয় বলে জানা যায়।
এই দুর্ঘটনায় বিজেপি প্রার্থী অরুণ উদয় পাল চৌধুরীর কলার বোনে গুরুতর আঘাত লেগেছে বলে জানা যায়, ওই বেসরকারি হাসপাতাল সূত্রে। এই ঘটনায় জখম হয়েছেন টোটো চালকও।
advertisement
—– রাকেশ মাইতি
view commentsLocation :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
May 06, 2024 6:22 PM IST









