Bjp Candidate: অসম্ভব! অবিশ্বাস্য! এই গরমে বীরভূমের BJP প্রার্থী যা করলেন, ভয় পেয়ে যাবেন জানলে

Last Updated:

Bjp Candidate: লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে বৈশাখ মাসের প্রথম দিন থেকেই তীব্র তাপদাহ রয়েছে বীরভূমে।

+
বীরভূমের

বীরভূমের বিজেপি প্রার্থী দেবাশিষ ধর

বীরভূম: সামনেই লোকসভা নির্বাচন। আর হাতেগোনা মাত্র কয়েক দিনের অপেক্ষা। লোকসভা নির্বাচনের দিন যত এগিয়ে আসছে প্রত্যেকটি রাজনৈতিক দল কোমর বেঁধে প্রচারে বেরিয়ে পড়েছেন। বীরভূমে মোট দুটি লোকসভা একটি বীরভূম লোকসভা একটি বোলপুর লোকসভা। বীরভূম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রাক্তন আইপিএস অফিসার দেবাশিষ ধর। তৃণমূল প্রার্থী শতাব্দী রায়। কংগ্রেস প্রার্থী মিল্টন রশিদ। এবং বোলপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রিয়া সাহা, তৃণমূল প্রার্থী অসিত কুমার মাল এবং ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) প্রার্থী শ্যামলী প্রধান।
আর লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে বৈশাখ মাসের প্রথম দিন থেকেই তীব্র তাপদাহ রয়েছে বীরভূমে। দুপুর ১২ টার পর ৪০-৪২ ডিগ্রি সেলসিয়াস এর কাছাকাছি তাপ রয়েছে। শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আর এই গরমেই নিজের প্রচার চালাচ্ছেন সমস্ত রাজনৈতিক দল গুলি। রাজনৈতিক যুদ্ধের ময়দানে কেউ কাউকে এক চুল জায়গা ছেড়ে দিতে নারাজ।আর বীরভূম লোকসভা কেন্দ্রের ভারতীয় জনতা পার্টির প্রার্থী প্রাক্তন আইপিএস অফিসার দেবাশীষ ধর তীব্র গরমে সকাল থেকেই নিজের প্রচারকর্ম চালাচ্ছেন।
advertisement
advertisement
সকালে বীরভূমের তারাপীঠের মা তারা মন্দিরে পূজা দেওয়ার পর তিনি তার প্রচারকর্ম শুরু করে। পুজো দেওয়ার পরে দলকে চাঙ্গা করতে কর্মী সমর্থক এবং নেতৃত্বদের নিয়ে চায়ের আড্ডায় মেতে ওঠেন।তারাপীঠ এলাকার বেসিক মোড়,বেজুরি,খামেড্ডা, গাগেড্ডা,সাহাপুর,কবিচন্দ্রপুর বিভিন্ন এলাকায়, কখনো পায়ে হেঁটে আবার কখনও হুডখোলা গাড়িতে প্রচার কর্ম সারেন।
advertisement
এরপরই প্রচারকর্ম সারতে সারতে হাসন বিধানসভার বেলুন গ্রামে ব্যাট হাতে ক্রিকেট খেলায় মেতে উঠলেন প্রাক্তন আইপিএস অফিসার দেবাশীষ ধর।এলাকার ক্ষুদে খেলোয়াড় থেকে শুরু করে বড়রা সকলেই তালে তাল মিলিয়ে দীর্ঘক্ষণ ধরে বিজেপি প্রার্থীর সঙ্গে ক্রিকেট খেলায় মেতে উঠলেন।
— সৌভিক রায়
view comments
বাংলা খবর/ খবর/নির্বাচন/
Bjp Candidate: অসম্ভব! অবিশ্বাস্য! এই গরমে বীরভূমের BJP প্রার্থী যা করলেন, ভয় পেয়ে যাবেন জানলে
Next Article
advertisement
West Bengal Weather Update: সপ্তাহান্তে উত্তরে বৃষ্টি, দক্ষিণে ছিটেফোঁটা বর্ষণের পূর্বাভাস
সপ্তাহান্তে উত্তরে বৃষ্টি, দক্ষিণে ছিটেফোঁটা বর্ষণের পূর্বাভাস
  • সপ্তাহান্তে উত্তরে বৃষ্টি

  • দক্ষিণে ছিটেফোঁটা বর্ষণের পূর্বাভাস

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement