Bihar Election Result 2024 : বিহারে ১৫টি আসনে এগোতেই নীতীশের সঙ্গে যোগাযোগ কংগ্রেসের, সরকার গঠনে বড় ভূমিকা নিতে পারে জেডিইউ
- Published by:Ratnadeep Ray
Last Updated:
Bihar Election Result 2024 : দেশের বিভিন্ন রাজ্যে চাপে পড়লেও বিহারে ভাল ফল করতে পারে এনডিএ। শেষ খবর পাওয়া পর্যন্ত বিহারে ৪০টি আসনের মধ্যে ১৬টি আসনে লড়ে ১৫টি আসনে এগিয়ে রয়েছে জেডিইউ, ১৩টি আসনে এগিয়ে বিজেপি।
পটনা: দেশের বিভিন্ন রাজ্যে চাপে পড়লেও বিহারে ভাল ফল করতে পারে এনডিএ। শেষ খবর পাওয়া পর্যন্ত বিহারে ৪০টি আসনের মধ্যে ১৬টি আসনে লড়ে ১৫টি আসনে এগিয়ে রয়েছে জেডিইউ, ১৩টি আসনে এগিয়ে বিজেপি। সেই সঙ্গে ৫টি আসনে এগিয়ে রয়েছে এলজেপিআরভি।
সারা দেশের ট্রেন্ড থেকে বোঝা যাচ্ছে বেশ লড়াই করছে ইন্ডিয়া জোট। ৫৪৩টি আসনের লোকসভায় ২৯৪টি আসনে এগিয়ে রয়েছে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ, পাশাপাশি ২২৮টি আসনে এগিয়ে ইন্ডিয়া জোট। কেন্দ্রে ১৫টি আসনে জিততে পারলে সরকার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে নীতীশ কুমারের জেডিইউ। সরকার গঠনে বার বার ভূমিকা নিয়েছে নীতীশ, কংগ্রেস হোক বা বিজেপি, বার বার জোট বদলেছে জেডিইউ।
advertisement
advertisement
২০২০ সাল থেকেই তিন বার জোট বদলে চলতি বছর বিজেপির সঙ্গে জোট গড়েছেন নীতীশ। তাই এ বার নীতীশ কোন দিকে যাবেন তাই নিয়েই রয়েছে প্রশ্ন। ২০১৯ সালের লোকসভা ভোটেও ১৬টি আসন জিতেছিল জেডিইউ। এ বার ট্রেন্ড অনুযায়ী আসন সংখ্যা কমেছে বিজেপির।
advertisement
শেষ খবর পাওয়া পর্যন্ত ২৪৩টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি, কংগ্রেস এগিয়ে রয়েছে ৯৪টি আসনে। সরকার গড়তে প্রয়োজন ২৭৩টি আসন। তাই কেন্দ্রে সরকার গঠনে এ বার গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে এনডিএর ছোট শরীক দলগুলি। সেই নিয়ে অনেকেই প্রশ্ন তুলছেন, বিজেপির সঙ্গে থাকবেন তো নীতীশ?
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
June 04, 2024 1:20 PM IST