Berhampore Lok Sabha: বহরমপুরে এবার কি অধীর-বিদায়? ইউসুফই প্রধান পথের কাঁটা! কানাঘুষোয় কী ইঙ্গিত?

Last Updated:

Berhampore Lok Sabha: বহরমপুর লোকসভা কার দিকে পাল্লা ভারী! অধীর না ইউসুফ নাকি নির্মল? কী বলছেন বহরমপুরবাসী।

+
অধীরের

অধীরের সঙ্গে ইউসুফের লড়াই!

মুর্শিদাবাদ: চতুর্থ দফায় বহরমপুর লোকসভা কেন্দ্রের নির্বাচন। আগামী ১৩মে নির্বাচন হবে। তবে মুর্শিদাবাদ ও জঙ্গিপুরে শান্তিপূর্ণ ভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। মুর্শিদাবাদ জেলার যে দু’টি কেন্দ্রে নির্বাচন হয়েছে তাতে কোনও রক্তপাত হয়নি। তবে বহরমপুর লোকসভা নির্বাচন কেমন হবে। কীবলছেন বহরমপুর লোকসভার মানুষ। টানা ১৯৯৯ থেকে পাঁচ বারের সাংসদ আছেন অধীর রঞ্জন চৌধুরী। অন্যদিকে, অধীর কে পরাজিত করতে মাঠে নামানো হয়েছে তৃণমূলের তারকা ক্রিকেটার প্রার্থী ইউসুফ পাঠানকে। পাশাপাশি আছেন বহরমপুরের চিকিৎসক ডাঃ নির্মল সাহা।
তবে হাড্ডাহাড্ডি লড়াই ইতি মধ্যেই জমে উঠেছে বহরমপুর লোকসভাতে। বহরমপুর লোকসভার সাধারণ মানুষ চাইছেন আবার অধীর চৌধুরীকেই। কেউআবার চাইছেন পরিবর্তন হোক বহরমপুর লোকসভাতে আসুক গেরুয়া ঝড়। শেষ মুহূর্তে সমস্ত রাজনৈতিক দল তারা তাদের মতো করেই নির্বাচন করছে। তবে শান্তিপূর্ণ ভাবেই নির্বাচন হোক চাইছেন সব পক্ষই। ইতি মধ্যেই তৃণমূলের হয়ে প্রচার করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
advertisement
advertisement
বিজেপির প্রচার করেছেন জেপি নাড্ডা থেকে যোগী আদিত্যনাথ। তবে কংগ্রেসের কোন হাইকমান্ড আসেনি ভোটের প্রচারে। গড় কি ধরে রাখতে পারবেন অধীর চৌধুরী। সেটাও যেমন অধীরের কাছে বড় চ্যালেঞ্জ ঠিক তেমনই পরিবর্তন করানো বিজেপি ও তৃণমূলের কাছে অন্য আর এক লড়াই। ১৩ মে বহরমপুর লোকসভায় নির্বাচন। সেই নির্বাচনে সাতটি বিধানসভার মধ্যে শুধুমাত্র বহরমপুরেই থাকবে ৭৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।
advertisement
সূত্রের দাবি, আরও দু’কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের কথা বলা হয়েছে। আর তা হলে রেকর্ড সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে কোনও একটি বিধানসভায়, কোন একটি নির্বাচনে। বহরমপুর লোকসভায় ১৭ লক্ষ ৭৯ হাজার ৭৯৬ জন ভোটার রয়েছে সাতটি বিধানসভায়। তারমধ্যে সবচেয়ে বেশি ২ লক্ষ ৬৯ হাজার ৪৭২ জন ভোটার আছেন রেজিনগর বিধানসভায়।
advertisement
—- কৌশিক অধিকারী
view comments
বাংলা খবর/ খবর/নির্বাচন/
Berhampore Lok Sabha: বহরমপুরে এবার কি অধীর-বিদায়? ইউসুফই প্রধান পথের কাঁটা! কানাঘুষোয় কী ইঙ্গিত?
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement