Amit Shah-JP Nadda: ৬ দফার আগে আজ বঙ্গে শাহ-নাড্ডার সভা থেকে রোড শো-সহ ৭ কর্মসূচি

Last Updated:

প্রথমে কাঁথি লোকসভা কেন্দ্রে দলীয় প্রার্থী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারীর সমর্থনে ইটাবেড়িয়া ময়দানে সভা করবেন অমিত শাহ। এরপর প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ের সমর্থনে ঘাটাল লোকসভা কেন্দ্রের বেলদা এবং পুরুলিয়া লোকসভা কেন্দ্রের পারাতে দলীয় প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতোর সমর্থনে তৃতীয় সভায় অংশ নেবেন অমিত শাহ।

জেপি নাড্ডা এবং অমিত শাহ
জেপি নাড্ডা এবং অমিত শাহ
ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা: ষষ্ঠ দফার আগে আজ, বুধবার ভোট প্রচারে ফের বঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বুধবার রাজ্যের চার লোকসভা কেন্দ্রে প্রচার করবেন অমিত শাহ। তাঁর সূচিতে তিনটি জনসভা ও একটি রোড শো রয়েছে। প্রথমে কাঁথি লোকসভা কেন্দ্রে দলীয় প্রার্থী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারীর সমর্থনে ইটাবেড়িয়া ময়দানে সভা করবেন অমিত শাহ। এরপর প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ের সমর্থনে ঘাটাল লোকসভা কেন্দ্রের বেলদা এবং পুরুলিয়া লোকসভা কেন্দ্রের পারাতে দলীয় প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতোর সমর্থনে তৃতীয় সভায় অংশ নেবেন অমিত শাহ।
এরপর আকাশ পথে আজকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর চার কর্মসূচির মধ্যে সবচেয়ে শেষে বাঁকুড়ায় পৌঁছে রোড শো করবেন অমিত শাহ। বাঁকুড়া কেন্দ্রের বিজেপি প্রার্থী সুভাষ সরকারের সমর্থনে লালবাজার থেকে মাচানতলা পর্যন্ত রোড শো করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ষষ্ঠ দফার আগে বুধবার ভোট প্রচার উপলক্ষে গতকাল, মঙ্গলবার রাতেই কলকাতায় এসে পৌঁছেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাতেই নিউটাউনের হোটেলে রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে সাংগঠনিক বৈঠক করে ভোট প্রস্তুতি নিয়ে খোঁজখবর নেন অমিত শাহ বলে বিজেপি সূত্রের খবর।
advertisement
advertisement
২৪-এর লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে এর আগে একাধিকবার বঙ্গ সফরে এসে রাজনৈতিক সভা থেকে রোড শো করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। নিশানা করেছেন শাসক দল তৃণমূল কংগ্রেসকে। সরব হয়েছেন দুর্নীতির অভিযোগেও। ফের আজ, বুধবার বঙ্গে ভোট প্রচারে এসে অমিত শাহ কী বলেন ? এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের। অন্যদিকে অমিত শাহর পাশাপাশি আজ বঙ্গে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডারও তিনটি রাজনৈতিক কর্মসূচি রয়েছে। বারাসত, কলকাতা উত্তর এবং কলকাতা দক্ষিণ এই তিন কেন্দ্রে সভা করবেন জেপি নাড্ডা।
view comments
বাংলা খবর/ খবর/নির্বাচন/
Amit Shah-JP Nadda: ৬ দফার আগে আজ বঙ্গে শাহ-নাড্ডার সভা থেকে রোড শো-সহ ৭ কর্মসূচি
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement