Abhishek Banerjee Exclusive Interview: '...আমি বলছি, আমরা আপত্তি করব না', CAA-NRC ইস্যুতে পাল্টা চ্যালেঞ্জ অভিষেকের
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
লোকসভা নির্বাচনের আগে নিউজ ১৮ বাংলাকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারকে একের পর এক ইস্যুতে কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।
কলকাতা: লোকসভা নির্বাচনের আগে নিউজ ১৮ বাংলাকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারকে একের পর এক ইস্যুতে কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সম্প্রতি দেশে চালু হওয়া নাগরিকত্ব আইন অর্থাৎ সিএএ নিয়েও মুখ খুললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
একান্ত সাক্ষাৎকারে প্রসঙ্গ উঠতেই অভিষেকের প্রশ্ন, “২০১৯ এ বিল পাস হল, তার রুল তৈরি করতে পাঁচ বছর লেগে গেল?” এরপরেই কেন্দ্রকে তীব্র নিশানা করে ছুড়ে দিলেন কটাক্ষ, “এটাই হাওয়া তোলা৷ ৩৯-৪০ পাতার রুল তৈরি হয়েছে, তাতে কিচ্ছু নেই৷ পুরোটাই অস্বচ্ছ৷ ভারতবর্ষের নাগরিক না হলে তো ভোটার কার্ড থাকবে না৷ যাঁরা মন্ত্রী, সাংসদ, প্রধানমন্ত্রীকে বেছে নিল তাঁরা ভারতের নাগরিক নন? এটাই রাজনৈতিক গিমিক৷”
advertisement
অভিষেকের কথায়, “সিএএ-এর পরে এনআরসি আসবে৷ আমাদের সিএএ নিয়ে কোনও আপত্তি নেই৷ বলুক না একবার, সিএএ হবে কিন্তু এনআরসি হবে না৷ আমি বলছি, সিএএ নিয়ে আমরা আপত্তি করব না৷” ভোটে কী আদৌ প্রভাব পড়বে সিএএ ফ্যাক্টরের? উত্তরে অভিষেকের পাল্টা প্রশ্ন, “যেখানে সংখ্যালঘু ভোট ২-৩ শতাংশ, সেখানে তৃণমূল জিতছে কী করে? ঝাড়গ্রাম, জলপাইগুড়ির মতো জায়গায় তৃণমূল কী করে জিতল?”
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
March 22, 2024 9:38 PM IST